ঢাকা, বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

৪ কোম্পানির ইপিএস প্রকাশ: কার লাভ, কার লোকসান

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০১ ১২:০৫:২৩
৪ কোম্পানির ইপিএস প্রকাশ: কার লাভ, কার লোকসান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত পাঁচটি খাতভিত্তিক কোম্পানি প্রকাশ করেছে তাদের ২০২৫ সালের মার্চ প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কে কোথায় দাঁড়িয়ে, কার ঝুলিতে মুনাফা, আর কে যাচ্ছে লোকসানের গহ্বরে—চলুন দেখে নেওয়া যাক এক নজরে।

সামিট পাওয়ার: লাভে থাকলেও ধীরগতির চাকা

বিদ্যুৎ খাতের অন্যতম বড় নাম সামিট পাওয়ার। আগের বছরের তুলনায় আয় কমেছে, কিন্তু এখনো তারা মুনাফায়। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তিন মাসে ইপিএস দাঁড়িয়েছে ৩৯ পয়সা, যেখানে আগের বছর একই সময়ে ছিল ৬৯ পয়সা। ৯ মাস মিলিয়ে আয় হয়েছে ১ টাকা ৪৬ পয়সা—গতবারের তুলনায় প্রায় এক টাকার মতো কম। তবে সুখবর হলো, কোম্পানিটির ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৭ টাকা ২৩ পয়সা। আর শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (NAV) এখন ৪২ টাকা ৫৫ পয়সা, যা বিনিয়োগকারীদের জন্য আত্মবিশ্বাসের জায়গা হতে পারে।

অলটেক্স ইন্ডাস্ট্রিজ: লোকসান কমেছে, আশা বাঁচিয়ে রেখেছে

বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স এখনো লোকসানে থাকলেও খানিকটা ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে। তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান ৮ পয়সা, যা আগের বছর ছিল ১৭ পয়সা। ৯ মাস মিলিয়ে লোকসান ১৪ পয়সা হলেও ক্যাশফ্লো বেড়ে দাঁড়িয়েছে ৪৭ পয়সা। এনএভি ১৯ টাকা ৭৫ পয়সা—খারাপ না। খরার ভেতর বৃষ্টির সম্ভাবনার মতো।

রহিমা ফুড: লাভে আছে, তবে মুনাফা গলে যাচ্ছে

খাদ্য খাতের রহিমা ফুড আয় করছে ঠিকই, কিন্তু আগের বছরের তুলনায় তাদের লাভ অনেকটাই কমেছে। তৃতীয় প্রান্তিকে আয় মাত্র ১০ পয়সা, যেখানে গত বছর ছিল ৩৪ পয়সা। ৯ মাসে কোম্পানির মোট ইপিএস আয় ২৬ পয়সা—গত বছরের ৮৩ পয়সার তুলনায় অনেকটাই কম। ক্যাশফ্লোও কমে এসেছে ২ টাকা ৮৪ পয়সা থেকে ৮৬ পয়সায়। তবে এনএভিপিএস ৯ টাকা ১৯ পয়সা ধরে রাখায় কোম্পানির ভিত্তি এখনো নড়েনি।

মেঘনা সিমেন্ট: বিশাল ধস, বিনিয়োগকারীদের চোখে জল

মেঘনা সিমেন্টের প্রান্তিক প্রতিবেদন যেন বিনিয়োগকারীদের জন্য এক দুঃস্বপ্ন! তৃতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ১৫ টাকা ৪৮ পয়সা। আর ৯ মাসে লোকসান ২৪ টাকা ৯৫ পয়সা—এক কথায় বিপর্যয়! নগদপ্রবাহেও নেই স্বস্তি—মাইনাস ৭ টাকা ৭৫ পয়সা। তবু অবাক করা বিষয়, এনএভিপিএস এখনো ৩৭ টাকা ৬৪ পয়সায় দাঁড়িয়ে। হয়তো সেই পুরনো শক্ত ভিত এখনো পুরোপুরি ধসে পড়েনি।

আমরা টেকনোলজিস: প্রযুক্তিতে লোকসান, ক্যাশফ্লোয় ঘুরে দাঁড়ানোর চেষ্টায়

তথ্যপ্রযুক্তি খাতের আমরা টেকনোলজিসও প্রবল চাপে রয়েছে। তৃতীয় প্রান্তিকে ৩৩ পয়সা শেয়ারপ্রতি লোকসান হয়েছে, যেখানে গত বছর ছিল ৬ পয়সা লাভ। ৯ মাসে লোকসান দাঁড়িয়েছে ৯৭ পয়সা। তবে আশার কথা, ক্যাশফ্লো বেড়ে হয়েছে ১ টাকা ৩৩ পয়সা—পূর্বে ছিল মাত্র ৫৬ পয়সা। শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য এখন ২০ টাকা ৬৬ পয়সা, যা প্রযুক্তিনির্ভর কোম্পানিটির ভবিষ্যৎে আশা জাগাতে পারে।

শেয়ারবাজারে চলছে লাভ-লোকসানের দোলাচল

এই পাঁচটি কোম্পানির প্রান্তিক চিত্র বিশ্লেষণ করলে স্পষ্ট—কেউ টিকে থাকার লড়াই করছে, কেউ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, আবার কেউ নিচের দিকে ছুটছে হুড়মুড় করে।

সতর্ক বিনিয়োগ আর তথ্যভিত্তিক সিদ্ধান্তই হতে পারে এই দোলাচলের ভেতর সবচেয়ে বড় হাতিয়ার।

আল-আমিন ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ