ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

তিন ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত, বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীলতা

শেয়ারবাজার ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২৫ মে ০৩ ১২:১০:১৫
তিন ব্যাংকের ডিভিডেন্ড অপরিবর্তিত, বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীলতা

নিজস্ব প্রতিবেদক:

সিটি, এমটিবি ও পূবালী ব্যাংকের সিদ্ধান্তে বিনিয়োগকারীদের স্বস্তি

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৬টি ব্যাংকের মধ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এখন পর্যন্ত ১৬টি ব্যাংক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে তিনটি ব্যাংক আগের বছরের মতো একই হারে ডিভিডেন্ড ঘোষণা করে যেন এক ধরনের নির্ভরতার বার্তাই দিয়েছে বিনিয়োগকারীদের।

এই তিন ব্যাংক হলো—সিটি ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং পূবালী ব্যাংক। অর্থনৈতিক চাপ ও বাজারে অনিশ্চয়তা সত্ত্বেও তারা আগের অবস্থানেই অটল থেকেছে।

সিটি ব্যাংক: ভারসাম্য বজায় রেখে ধারাবাহিকতা

২০২৪ সালের জন্য সিটি ব্যাংক মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে, যার মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস। আগের বছর ব্যাংকটি দিয়েছিল ১৫ শতাংশ ক্যাশ এবং ১০ শতাংশ বোনাস—মোট ২৫ শতাংশই। অর্থাৎ, ডিভিডেন্ডের কাঠামোয় সামান্য পরিবর্তন এলেও মোট পরিমাণ অপরিবর্তিত রয়েছে। এটি ব্যাংকটির ভারসাম্যপূর্ণ এবং রক্ষণশীল ডিভিডেন্ড নীতিরই প্রতিফলন।

মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক: ক্যাশ নয়, এবার বোনাসেই আস্থা

এমটিবি চলতি বছর ১০ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। আগের বছর ছিল ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড। ফলে ডিভিডেন্ডের ধরন বদলেছে, তবে হার ঠিকই একই রয়েছে। ব্যাংকটির পক্ষ থেকে এই পরিবর্তন মূলধন শক্তিশালীকরণের একটি কৌশল হিসেবে দেখা যেতে পারে।

পূবালী ব্যাংক: ধারাবাহিকতায় অনড় অবস্থান

২০২৪ সালের জন্য পূবালী ব্যাংকও ঘোষণা করেছে ১২ দশমিক ৫০ শতাংশ ক্যাশ এবং ১২ দশমিক ৫০ শতাংশ বোনাস—মোট ২৫ শতাংশ ডিভিডেন্ড। ঠিক আগের বছরের মতোই। ডিভিডেন্ডে কোনো পরিবর্তন না এনে প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের মাঝে স্থিতিশীলতা ও বিশ্বাস ধরে রাখার বার্তাই দিয়েছে।

বাজার বিশ্লেষকদের মত

বিনিয়োগকারীদের অনেকে এই ডিভিডেন্ডের ধারাবাহিকতাকে ইতিবাচকভাবে দেখছেন। একদিকে যেখানে কিছু ব্যাংক মুনাফা কমে যাওয়ায় ডিভিডেন্ড কমিয়ে দিয়েছে, সেখানে এই তিন ব্যাংকের অবস্থান আস্থাজনক। বিশ্লেষকদের মতে, অনিশ্চিত বাজারে এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে বিনিয়োগকারীদের সন্তুষ্টি ও আস্থা ধরে রাখতে সহায়ক হবে।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ