ঢাকা, সোমবার, ৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ইনসাফ’-এ মোশাররফ করিমের নতুন লুক, চমকে দেবে দর্শককে

বিনোদন ডেস্ক . ৪আপডেট নিউ
২০২৫ মে ০৪ ২১:০৩:২৩
ইনসাফ’-এ মোশাররফ করিমের নতুন লুক, চমকে দেবে দর্শককে

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ‘চক্কর’ ছবিতে মোশাররফ করিমকে ভিন্নরূপে দেখা গিয়েছিল। তবে মাসখানেকের ব্যবধানে ‘ইনসাফ’ ছবিতে তিনি একেবারে নতুন এবং ভয়ংকর চরিত্রে হাজির হয়েছেন, যা দর্শকদের অবাক করেছে। এই ছবির পোস্টারে মোশাররফ করিমের লুকে এক অভূতপূর্ব পরিবর্তন দেখা গেছে। চোখে সানগ্লাস, মুখে ফ্রেঞ্চকাট দাড়ি, রক্তের ছিটেফোঁটা, হাতে কুড়াল, আর ঘাড়ে ঝোলানো স্টেথোস্কোপ—এই ভয়ংকর রূপে তার চরিত্রকে দেখে বোঝা যায়, তিনি এক জাগ্রত ক্রোধে দাঁড়িয়ে আছেন। এর আগে এমন চরিত্রে তাকে কখনো দেখা যায়নি।

পরিচালক সঞ্জয় সমদ্দারের ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টার আজ প্রকাশ করা হয়। এতে পরিচালক ইঙ্গিত দিয়েছেন যে, ঈদুল আজহায় এই মোশাররফ করিম দর্শকদের সামনে হাজির হবেন। ক্যাপশনে বলা হয়েছে, ‘এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!’ পোস্টারের মাধ্যমে এও জানানো হয় যে, এটি একটি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র, যেখানে মোশাররফ করিম এক দানবীয় এবং ভয়ংকর রূপে আবির্ভূত হবেন।

‘ইনসাফ’ সিনেমার নায়ক শরীফুল রাজ, যিনি ধুন্ধুমার অ্যাকশন চরিত্রে উপস্থাপন করা হবে। রাজের বিপরীতে অভিনয় করবেন তাসনিয়া ফারিণ, যিনি এই সিনেমার মাধ্যমে ঢাকার চলচ্চিত্রে বাণিজ্যিক সিনেমার নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করবেন। এর আগে, ২৫ এপ্রিল ছবির প্রথম লুক পোস্টারে শরীফুল রাজকে হাতে রক্তাক্ত কুড়াল এবং ঠোঁটে মুচকি হাসি নিয়ে দেখা গিয়েছিল।

‘ইনসাফ’ ছবির শুটিং শুরু হয়েছিল ফেব্রুয়ারিতে, এবং এখন শেষ সময়ের কাজ চলছে। ঈদুল আজহায় মুক্তি পাবে এই সিনেমা, যা বাংলাদেশে প্রথম মুক্তি পাবে, তবে এটি সঞ্জয় সমদ্দারের দ্বিতীয় সিনেমা। এর আগে কলকাতায় ‘মানুষ’ সিনেমা পরিচালনা করেছিলেন তিনি।

এই সিনেমা প্রযোজনা করেছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস। দীর্ঘ সময় পর তিতাস কথাচিত্র প্রযোজনায় ফিরেছে। পরিচালক সঞ্জয় সমদ্দার জানালেন, “‘ইনসাফ’ সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর তিতাস কথাচিত্র ফিরেছে, এবং আমি তাদের সঙ্গে কাজ করতে পেরে খুবই আনন্দিত।”

মোঃ রাজিব/

আপার জন্য বাছই করা কিছু নিউজ