বাংলাদেশি শ্রমিকদের জন্য সুসংবাদ দিল মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ থেকে আগামী কয়েক মাসের মধ্যে এক থেকে দেড় লাখ শ্রমিক নিতে পারে মালয়েশিয়া। এই সংখ্যাটি সব দেশের তুলনায় সবচেয়ে বেশি বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে দেশটির তিনজন মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান তিনি। বার্তাটি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি বলেন, “মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন, বিদেশি কর্মী নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি লোক নেবে মালয়েশিয়া।”
উল্লেখ্য, গত ১৩ মে মালয়েশিয়া সফরে যায় বাংলাদেশ সরকারের একটি প্রতিনিধিদল, যার নেতৃত্বে ছিলেন ড. আসিফ নজরুল। সফরের মূল লক্ষ্য ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের নিয়োগ প্রক্রিয়া ও সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে আলোচনা।
আসিফ নজরুল জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম গত বছর বাংলাদেশ সফরের সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, যেসব কর্মী শেষ মুহূর্তে মালয়েশিয়ায় যেতে পারেননি, তাদের জন্য সুযোগ তৈরি করা হবে। সে অনুযায়ী প্রাথমিকভাবে ১৭ হাজার কর্মীর বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে প্রথম ব্যাচ হিসেবে ৭ হাজার ৯২৬ জনের তালিকা মালয়েশিয়া কর্তৃপক্ষ চূড়ান্ত করেছে। খুব শিগগিরই তাদের কাজের অনুমতি দেওয়া হবে।
তিনি আরও বলেন, “আমরা বৈঠকে মালয়েশিয়াকে বাংলাদেশ থেকে নিরাপত্তাকর্মী, নার্স ও কেয়ারগিভারসহ দক্ষ কর্মী নেওয়ার প্রস্তাব দিয়েছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে। তারা আশাবাদী। প্রধান উপদেষ্টার নির্দেশনায় এটা সম্ভব হয়েছে।”
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও।
বাংলাদেশি কর্মীদের ভিসা প্রক্রিয়া সহজ করতে মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীকে। আসিফ নজরুল জানান, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী তার সঙ্গে থাকা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
এছাড়া মালয়েশিয়ায় বর্তমানে অবস্থানরত অনিয়মিত বাংলাদেশি কর্মীদের নিয়মিতকরণের বিষয়েও আলোচনা হয়েছে। উপদেষ্টা বলেন, “আমি অনুরোধ করেছি, অনেক সময় মালিকের গাফিলতির কারণে শ্রমিকদের ভিসা নবায়ন হয় না। সেসব বিষয় আলাদাভাবে বিবেচনা করার অনুরোধ করেছি। তারা বলেছে, বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।”
ভিডিও বার্তায় উপদেষ্টা আসিফ নজরুল আরও বলেন, “আমরা চাই, যারা মালয়েশিয়ায় আসতে চান, তাদের জন্য সত্যিকারের কল্যাণ নিশ্চিত করা হোক। এটাই সরকারের লক্ষ্য।”
মোঃ রাজিব/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বিএনপির ২৩ আসনে প্রার্থী পরিবর্তন! আসছে নতুন ১১ প্রার্থী
- HSC Re-scrutiny Result 2025: বোর্ড চ্যালেঞ্জের ফল দেখুন এখানেই
- হুট করে একলাফে কমলো সোনার দাম, ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত
- কিছুক্ষণ পর এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ প্রকাশ: ফল দেখুন এখানেই
- বাংলাদেশ বনাম ভারত ফুটবল ম্যাচ: কখন, কোথায় ও কবে খেলা জানুন সময়সূচি
- আইএমএফের কড়া বার্তা: ঝুঁকিতে দেশের ১৬ ব্যাংক
- পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ৩য় ওয়ানডে: ব্যাটিংয়ে শ্রীলঙ্কা, সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পর এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ প্রকাশ: অনলাইনে যেভাবে দেখবেন
- আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ প্রকাশ: ফলাফল দেখুন এখানে
- আজ রাতে মুখোমুখি ব্রাজিল বনাম সেনেগাল: খেলাটি লাইভ দেখার সহজ উপায়
- ব্রাজিল বনাম সেনেগাল: ৮০ মিনিটের খেলা শেষ, জেনে নিন সর্বশেষ ফলাফল
- এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট ২০২৫ প্রকাশ: অনলাইনে যেভাবে দেখবেন
- আজ HSC Board Challenge Result 2025 প্রকাশিত হবে, যেভাবে দেখবেন রেজাল্ট
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: অল-আউট করে উল্টো বিপদে ভারত, জানুন স্কোর কার্ড