নয় নম্বরে নেমে বিশ্বরেকর্ড গড়লেন তানজিম সাকিব

নিজস্ব প্রতিবেদক: হার যে সব সময় হতাশার গল্পই লেখে না, তার দারুণ এক উদাহরণ হয়ে থাকবেন তানজিম হাসান সাকিব। শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের কাছে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ, সিরিজও হাতছাড়া হয়ে গেছে এক ম্যাচ হাতে রেখেই। তবে এই পরাজয়ের ভেতরেও আশার আলো হয়ে জ্বলজ্বল করেছেন এক তরুণ টাইগার—তানজিম সাকিব।
নয় নম্বরে নেমে তিনি গড়েছেন এক অনন্য ইতিহাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে এই পজিশনে নেমে হাঁকিয়েছেন ফিফটি। টেস্ট খেলুড়ে কোনো দেশের ব্যাটার হিসেবে এ নজির তো এই প্রথম।
তার আগে এমন কীর্তি ছিল কেবল অস্ট্রিয়ার বোলিং অলরাউন্ডার হামিদ শাফির, যিনি মাত্র ১২ দিন আগেই স্লোভেনিয়ার বিপক্ষে ৯ নম্বরে নেমে এই কীর্তি গড়েছিলেন। তবে ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে থাকা দেশের খেলোয়াড় হিসেবে তানজিমের কীর্তি নিঃসন্দেহে আরও আলাদা মর্যাদার দাবি রাখে।
তানজিমের ব্যাট হাতে আগমন হয়েছিল দলের ধসের মাঝপথে। উইকেট যখন ঝরে পড়ছিল পাতার মতো, তখন পুঁচকে নম্বরে নেমে সাহসী ইনিংসে জাগিয়ে তুললেন হারিয়ে যাওয়া স্পন্দন। ৩২ বলে ৫০ রানের ইনিংসে ছিল ৪টি চার ও ৩টি ছয়ের মার। দলের পক্ষে এটিই ছিল সর্বোচ্চ স্কোর। ব্যাট হাতে একা লড়েছেন, মাথা উঁচু রেখে ফিরেছেন সাজঘরে।
তাঁর এই ইনিংস শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসেও এক নতুন অধ্যায়ের সূচনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর আগে বাংলাদেশের কোনো ৯ নম্বর ব্যাটার ফিফটির ধারেকাছেও পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ছিল তাসকিন আহমেদের ৩১ রান, যা এসেছিল গত বছর সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে।
টি–টোয়েন্টির রঙিন দুনিয়ায় ফ্র্যাঞ্চাইজি লিগ বা ঘরোয়া টুর্নামেন্টে নয় নম্বরে নেমে ফিফটি করার নজির আছে ঠিকই—বিপিএলেও আছে, যেমন ২০১৬ সালে সেকুগে প্রসন্ন করেছিলেন এমন কীর্তি। কিন্তু জাতীয় দলের জার্সিতে, আন্তর্জাতিক মঞ্চে, তা-ও টেস্ট খেলুড়ে দেশের ক্রিকেটার হিসেবে, তানজিমই প্রথম।
এতদিন যিনি ছিলেন মূলত বোলার, আজ যেন ব্যাট হাতে নতুন করে নিজের পরিচয় তুলে ধরলেন। ব্যর্থ দলের মাঝে একা জ্বলে উঠে প্রমাণ করে দিলেন—তিনি কেবল বলেই নয়, ব্যাটেও হতে পারেন নির্ভরতার প্রতীক।
শুকনো পরিসংখ্যান বলবে, বাংলাদেশ হেরেছে বড় ব্যবধানে। কিন্তু সেই হারের ভেতরেই লেখা হয়েছে ছোট্ট এক অর্জনের বড় গল্প। সেই গল্পের নাম তানজিম হাসান সাকিব—যিনি পরিসংখ্যান নয়, সম্ভাবনার চোখে দেখলে হয়ে উঠছেন ভবিষ্যতের এক পূর্ণাঙ্গ অলরাউন্ডার।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর পয়েন্ট টেবিল: জানুন বাংলাদেশের অবস্থান
- উৎপাদন বন্ধ ৩০ কোম্পানির তালিকা প্রকাশ ডিএসইর, বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- ব্যালন ডি'অর ২০২৫: কখন, কোথায় ও কিভাবে দেখবেন, জানুন সব কিছু
- ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- বড় খবর! সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির তদন্ত নতুন মোড়
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাতে ব্যালন ডি'অর ২০২৫ ঘোষণা: বাংলাদেশ থেকে কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- বোর্ড সভার তারিখ জানাল তিন কোম্পানি, আসছে ডিভিডেন্ড
- রাতে ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে লাইভ দেখার উপায় ও সময়সূচি
- একটিমাত্র চুক্তিতেই যেভাবে ভাগ্য ফিরল মিরাকলের
- ভারত ম্যাচের আগে তারকা ক্রিকেটারকে হারালো বাংলাদেশ
- ভারত বনাম পাকিস্তান: টস শেষ, লাইভ দেখুন এখানে
- শেয়ারবাজারে প্রতারণা: গোপন কারসাজিতে নিঃস্ব হচ্ছেন বিনিয়োগকারীরা!