
MD. Razib Ali
Senior Reporter
হেক্সা মিশনে আনচেলত্তির ব্রাজিল: সামনে ছয় প্রীতি, দুই বাছাই ম্যাচ

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপে অংশগ্রহণের ধারাবাহিকতায় ব্রাজিলের সামনে কেউ নেই। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের প্রতিটি আসরেই অংশগ্রহণকারী একমাত্র দল তারা। আর এবারও ব্যতিক্রম হয়নি। টানা তেইশতমবারের মতো বিশ্বকাপ নিশ্চিত করেছে সেলেসাওরা। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে এবার লক্ষ্য ‘হেক্সা’। সেই মিশনের রূপরেখা তৈরি করে ফেলেছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।
বিশ্বকাপে উন্নত পারফরম্যান্স নিশ্চিতে আগামী দশ মাসের পরিকল্পনার খসড়া তৈরি করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। গ্লোবোসহ বেশ কয়েকটি ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল খেলবে মোট আটটি ম্যাচ—যার মধ্যে দুটি হবে বিশ্বকাপ বাছাইপর্বের, বাকি ছয়টি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ।
বাছাই পর্বের গুরুত্বপূর্ণ দুই ম্যাচ
সেপ্টেম্বরে কনমেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের দুইটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে ব্রাজিল।
৯ সেপ্টেম্বর: ঘরের মাঠে চিলির বিপক্ষে
২৮ সেপ্টেম্বর: বলিভিয়ার মাঠে
এই দুই ম্যাচকে ‘এসিড টেস্ট’ বলা হচ্ছে ব্রাজিলিয়ান তারকা নেইমারের জন্য। চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা এই ফরোয়ার্ডকে শুধু ফর্মেই নয়, ফিটনেসেও প্রমাণ দিতে হবে নিজের অবস্থান।
অক্টোবরে শুরু প্রীতি ম্যাচ পর্ব
বাছাইপর্ব শেষে অক্টোবর মাসে শুরু হবে প্রীতি ম্যাচের নতুন ধাপ। এই পর্বে দুটি ম্যাচ খেলতে চায় ব্রাজিল।
প্রতিপক্ষ হিসেবে এশিয়ার দলকে চায় সিবিএফ।
দক্ষিণ কোরিয়াকে প্রস্তাব পাঠানো হয়েছে, অন্যদিকে জাপান থেকেও আমন্ত্রণ এসেছে।
মার্চে বিশ্বকাপের আগে গুরুত্বপূর্ণ পরীক্ষা
পরবর্তী প্রীতি ম্যাচ হবে ২৬ মার্চ—বিশ্বকাপের মাত্র তিন মাস আগে। সিবিএফ এই পর্বে ইউরোপের কিছু দলের বিপক্ষে খেলতে চাইলেও প্রথম সারির দলগুলোর বিপক্ষে না খেলে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষের সঙ্গে মাঠে নামতে চায়।
জুনে দুই প্রস্তুতি ম্যাচ
বিশ্বকাপের ঠিক আগে জুন মাসে আরও দুইটি প্রস্তুতি ম্যাচ খেলবে ব্রাজিল।
এগুলো মূলত হবে গা গরমের ম্যাচ।
ভেন্যু হিসেবে বিবেচনায় আছে উত্তর আমেরিকার বিভিন্ন স্টেডিয়াম।
প্রতিপক্ষ হতে পারে আফ্রিকার বা ইউরোপের তৃতীয় সারির কোনো দল।
পুরো স্কোয়াড গুছিয়ে নিতে চায় আনচেলত্তি
বিশ্বকাপের আগেই পুরো স্কোয়াড গুছিয়ে নিতে চান কার্লো আনচেলত্তি। শুধু মূল দল নয়, ব্যাকআপ ফুটবলারদেরও পর্যবেক্ষণে রাখবেন তিনি। সম্ভাব্য একাদশের ফিটনেস, রোটেশন এবং ব্যাকআপ প্ল্যান—সবই এখন তাঁর কৌশলের অংশ।
বিশ্বকাপ নিশ্চিত করা দল
২০২৬ বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেবে। এর মধ্যে তিনটি স্বাগতিক দেশসহ এখন পর্যন্ত ১৩টি দল ইতোমধ্যে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। এমন সময়ে ব্রাজিলের এমন পরিকল্পনা যে যথার্থ, তা নিয়ে সন্দেহ নেই।
FAQ:
প্রশ্ন: ব্রাজিলের আগামী ম্যাচগুলো কবে ও কার বিরুদ্ধে?
উত্তর: ৯ সেপ্টেম্বর চিলির বিপক্ষে এবং ২৮ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচ। এছাড়া অক্টোবর, মার্চ ও জুনে ছয়টি প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে।
প্রশ্ন: নেইমার কি বিশ্বকাপ স্কোয়াডে ফিরবেন?
উত্তর: নেইমার দলে ফিরলেও তাঁকে মূল একাদশে টিকতে হলে প্রমাণ করতে হবে নিজের ফর্ম ও ফিটনেস।
প্রশ্ন: ব্রাজিলের প্রীতি ম্যাচগুলো কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর: এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় বিভিন্ন ভেন্যুতে ম্যাচগুলো অনুষ্ঠিত হতে পারে।
মো: রাজিব আলী/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জেনেনিন সৌদি আরবে আকামা করতে কত খরচ হয়
- কলেজ ভর্তি ২০২৫: ক্লাস শুরু ৩০ সেপ্টেম্বর, একাদশে ভর্তি হবে তিন ধাপে
- কলেজ ভর্তি ২০২৫: আবেদন, ফল প্রকাশ ও ভর্তি ফি—জেনে নিন তারিখ ও খরচ
- বাংলাদেশ বনাম পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম পাকিস্তান লড়াই আজ: ম্যাচটি সহজে লাইভ দেখার উপায়
- কলেজ ভর্তি ২০২৫ কবে শুরু? আবেদন ও ভর্তি ফি জানুন বিস্তারিত
- একাদশ শ্রেণি ভর্তি ২০২৫: সময়সূচি, ফি, নিয়ম জানুন এখনই
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফলাফল ও কলেজ ভর্তি নিয়ে জানুন সব কিছু
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, টাইগারদের একাদশে ৫ পরিবর্তন
- SSC বোর্ড চ্যালেঞ্জ ২০২৫ ফল কবে, বদলালে ভর্তি হবে কীভাবে?
- ২০২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ভর্তিতে আবেদন শুরু কবে, জানা যাবে আজ
- এসএসসি বোর্ড চ্যালেঞ্জ ২০২৫: ফল প্রকাশের সময় জানালেন বোর্ড
- বাংলাদেশ বনাম পাকিস্তান: টস শেষ, বাংলাদেশ একাদশে চমক
- আজ বাংলাদেশ বনাম পাকিস্তান লড়াই: ম্যাচটি লাইভ দেখার সহজ উপায়
- বাংলাদেশ বনাম নেপাল: আবারও গোল, ৮০ মিনিটের খেলা শেষ