ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

কালো মোজার কালো ছায়া, শাস্তির মুখে শতরানের অধিনায়ক গিল!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুন ২১ ১৫:৫৫:০৭
কালো মোজার কালো ছায়া, শাস্তির মুখে শতরানের অধিনায়ক গিল!

নিজস্ব প্রতিবেদক: একদিকে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টেই দারুণ শতক—অন্যদিকে পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগ। দুই বিপরীত রঙ যেন একই চিত্রপটে আঁকা হলো শুভমান গিলের হাত ধরে। শতরানের আলোয় উদ্ভাসিত হেডিংলির মাঠে হঠাৎই ছায়া ফেলেছে তার পায়ে থাকা একজোড়া কালো মোজা।

ভারতীয় ক্রিকেটের এই তরুণ সেনাপতি প্রথমবারের মতো পূর্ণকালীন দায়িত্ব পেয়েই ব্যাট হাতে দেখিয়েছেন নেতৃত্বের ছাপ। ওপেনারদের চমৎকার সূচনার পর যখন ভারত দ্রুত একটি উইকেট হারিয়ে চাপে, তখন চার নম্বরে নেমে যেভাবে দলের হাল ধরলেন, তাতে বোঝা গেল—গিল প্রস্তুত আছেন দায়িত্ব নিতে।

মাত্র ৫৮ বলে অর্ধশতক, শেষে অপরাজিত ১২৭ রানে দিন শেষ। তবুও দিনের আলোচনার কেন্দ্রে সেই ব্যাট নয়, বরং তার মোজা!

মোজা নিয়ে বিতর্ক কেন?

গিলের পরা কালো মোজা নজরে আসে টেলিভিশন ক্যামেরা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের চোখে। মুহূর্তেই তা নিয়ে আলোচনা, সমালোচনা আর নিয়ম-কানুনের খুঁটিনাটি টেনে আনেন ক্রিকেট ভক্তরা। কেননা, আইসিসির ২০২৩ সালের হালনাগাদকৃত ‘ক্লথিং অ্যান্ড ইকুইপমেন্ট’ নীতিমালার ধারা ১৯.৪৫–এ স্পষ্ট বলা আছে—টেস্ট ক্রিকেটে খেলোয়াড়েরা কেবল সাদা, ক্রিম বা হালকা ধূসর রঙের মোজা পরতে পারবেন। এর বাইরে মোজায় দৃশ্যমান কোনো লোগোও নিষিদ্ধ।

অতএব, গিলের এই পোশাক নির্বাচনের ফল হতে পারে জরিমানা। ম্যাচ রেফারি যদি বিষয়টি আমলে নেন, তবে লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচিত হয়ে ১০ থেকে ২০ শতাংশ ম্যাচ ফি কেটে নিতে পারেন। যদিও, যদি এটি দুর্ঘটনাবশত হয়—যেমন: অনুমোদিত মোজা ভেজা কিংবা অব্যবহারযোগ্য হয়ে পড়া—তাহলে হয়তো ছাড় পেয়ে যেতে পারেন গিল।

মাঠে নেতৃত্ব, পায়ে বিতর্ক

মাঠে গিলের অধিনায়কত্ব ও ব্যাটিং ছিল প্রশংসার যোগ্য। যশস্বী জয়সওয়াল (১০১), লোকেশ রাহুল (৪২) ও ঋষভ পান্ত (৬৫*)–এর সঙ্গে গিলে গড়ে তুলেছেন এক শক্ত ভিত। ইংলিশ কন্ডিশনে প্রথম দিন শেষে ৩ উইকেটে ৩৫৯ রান তোলা নিঃসন্দেহে দাপুটে সূচনা।

তবুও, দিনের শেষে গিলের ইনিংস নয়, আলোচনা ঘোরে তার পোশাকবিধি ঘিরে।

প্রতীকী একটি ভুল?

তরুণ অধিনায়করা কখনো কখনো মাঠে না, বরং মাঠের বাইরের অনিচ্ছাকৃত পদক্ষেপ দিয়েও আলোচনায় আসেন। শুভমান গিলের এই কালো মোজাও তেমনই এক মুহূর্ত—যা হয়তো ইচ্ছাকৃত নয়, বরং একটি ত্রুটি, তবে আইসিসির চোখে ত্রুটিও অপরাধ।

শুভমান গিলের শতরানের ইনিংস নিঃসন্দেহে ভারতের জন্য আশাব্যঞ্জক শুরু। তবে এই উজ্জ্বলতায় যেন কালো ছায়া হয়ে না থাকে সেই কালো মোজা। এখন দেখার বিষয়, আইসিসির দৃষ্টি কতটা গম্ভীর হয় এই ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম ভাঙার ঘটনায়।

একই ম্যাচে এমন এক কনট্রাস্ট—একদিকে ‘ক্যাপ্টেন কুল’-এর সেঞ্চুরি, অন্যদিকে 'কালো মোজার কেস'—ক্রিকেট যে শুধুই ব্যাট-বলের খেলা নয়, তা আবারও প্রমাণ করল হেডিংলির মাঠ।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ