চিরবিদায় ‘স্পাইডার ম্যান’-এর সেই পরিচিত মুখ, চলে গেলেন জ্যাক বেটস

নিজস্ব প্রতিবেদক: তিনি ছিলেন পর্দার এক নির্ভরতার নাম। ছিলেন মুখচেনা অথচ রহস্যময়—সেই মানুষ, যাঁর অভিনয় কখনও প্রধান চরিত্রে নয়, তবু গল্পের গভীরে ছড়িয়ে থাকতেন নিঃশব্দে। ‘স্পাইডার ম্যান’-এ তাঁর পর্দা-সময়ের তুলনায় প্রভাব ছিল ঢের বেশি। সেই জ্যাক বেটস আর নেই।
গত বৃহস্পতিবার (স্থানীয় সময়) ক্যালিফোর্নিয়ায় নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই প্রবীণ মার্কিন অভিনেতা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। মৃত্যুর খবরটি প্রথম নিশ্চিত করেছেন তাঁর ভাগ্নে ডিন সুলিভান। চার বছরের ব্যবধানে শতবর্ষের মাইলফলক ছোঁয়া হলো না তাঁর।
জ্যাক বেটস—পুরো নাম জ্যাক ফিলমোর বেটস—জন্মেছিলেন ১৯২৯ সালের ১১ এপ্রিল, নিউ জার্সির জার্সি সিটিতে। বেড়ে উঠেছেন মিয়ামিতে, যেখানে তাঁর শৈশব আর শিল্পের প্রতি প্রথম অনুরাগ তৈরি হয়। থিয়েটারের প্রতি ভালোবাসা তাঁকে নিয়ে যায় মিয়ামি বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে সরাসরি পাড়ি জমান নিউ ইয়র্ক শহরে, মঞ্চনাটকে পেশাগত যাত্রা শুরুর উদ্দেশ্যে।
১৯৫৩ সালে উইলিয়াম শেক্সপিয়রের ‘রিচার্ড থ্রি’ দিয়ে শুরু হয় তাঁর অভিনয়জীবন। এরপর বড় পর্দা, ছোট পর্দা—সবখানেই ছড়িয়েছেন মুগ্ধতার আলো। তবে সবচেয়ে বেশি মনে রাখবে দর্শকরা তাঁকে ২০০২ সালের ‘Spider-Man’ সিনেমার ‘হেনরি বলকান’ চরিত্রের জন্য। যেখানে টবি ম্যাগুয়েরের ‘পিটার পার্কার’-এর পাশে থেকেও আলাদা হয়ে উঠেছিল তাঁর অভিনয়ের ছাপ।
ছোট পর্দার জনপ্রিয় ধারাবাহিকগুলোতেও ছিলেন নিয়মিত উপস্থিতি। ‘জেনারেল হসপিটাল’, ‘অল মাই চিলড্রেন’, ‘গাইডিং লাইট’ কিংবা ‘দ্য ইয়ং অ্যান্ড দ্য রেস্টলেস’—যেখানে জ্যাক বেটস ছিলেন, সেখানেই থাকত বাস্তবতার ছোঁয়া। চরিত্রের গভীরতায় অভিনয় কীভাবে দর্শকের হৃদয়ে দাগ কাটে, তা শিখিয়েছেন তিনি।
জীবনভর আলো ছড়ানো এই শিল্পীর মৃত্যুতে শোকস্তব্ধ পশ্চিমা বিনোদন অঙ্গন। কেউ বলছেন, “তিনি ছিলেন নীরব এক শিক্ষক”, কেউ বলছেন, “অভিনয়ের ভিতরেও ছিল একজন দার্শনিকের ছায়া”।
একটি শতাব্দীর ঠিক আগেই থেমে গেল তাঁর জীবনঘড়ি, কিন্তু থামবে না তাঁর রেখে যাওয়া শিল্পচিহ্ন। পর্দার হেনরি বলকান হয়তো চলে গেলেন, কিন্তু দর্শকের মনে জ্যাক বেটস চিরকালই রয়ে যাবেন।
তানিয়া বৃষ্টি/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- নকল অ্যাপ, ভুয়া ব্রোকারেজ: শেয়ারবাজারের বড় প্রতারণা উন্মোচন
- বিনিয়োগকারীদের জন্য ৬৪% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা: ৩,০০০ সদস্যের প্রতারক চক্রের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
- শেয়ারবাজারে আলোড়ন: ৯ স্টকে বাই সিগন্যাল, নতুন সুযোগ?
- সরকারি কর্মীদের জন্য সুখবর: নতুন পে-স্কেল, কার কত বেতন বাড়বে
- বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করলো ৮ কোম্পানি
- বিনিয়োগকারীদের চিন্তা দুর করলো ৯ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে নতুন মোড়: ফিরছেন বিদেশি বিনিয়োগকারীরা!
- ২,৩০০ কোটি টাকার বন্ডে শেয়ারবাজারে আলোড়ন: বিএসইসি'র অনুমোদন
- পে-স্কেল নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সুখবর দিলেন অর্থ উপদেষ্টা
- উদ্যোক্তা পরিচালকের ১ কোটি ২০ লাখ শেয়ার বিক্রি: বিনিয়োগকারীদের আস্থা কি ঝুঁকিতে?
- ইন্টার মায়ামি বনাম শিকাগো ফায়ার: শেষ ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ
- আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশ একাদশে ৪ পরিবর্তন
- রেকর্ড চাহিদা: বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ২৪ কোম্পানির শেয়ার
- পুঁজি সংগ্রহে ব্যর্থ শেয়ারবাজার: দায়ী কারা? ফাঁস করলেন বিশেষজ্ঞরা