MD. Razib Ali
Senior Reporter
বাহরাইন বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন সময় সূচি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ নারী ফুটবল দল এখন এশিয়ান কাপ বাছাইপর্ব খেলতে অবস্থান করছে মিয়ানমারে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান। কিন্তু ম্যাচ শুরু হওয়ার সময় বিকেল বা সন্ধ্যা হলেও বাংলাদেশ দলের অনুশীলন চলছে সকালে—এই ব্যতিক্রমী সিদ্ধান্ত ঘিরেই উঠেছে প্রশ্ন: কোচ পিটার বাটলার ঠিক কী ভাবছেন?
ম্যাচগুলো অনুষ্ঠিত হবে স্থানীয় সময় বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায়। অথচ রোজ সকালে, সূর্য ওঠার আগেই, মাঠে হাজির হচ্ছেন রুপ্না চাকমা, মারিয়া মান্দারা, মাসুরা পারভীনরা। স্থানীয় ইয়াঙ্গুন শহরে সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত চলে কঠোর অনুশীলন। যেন তারা ঢাকার আবহাওয়াতেই প্রস্তুতি নিচ্ছে! অনেকে বিস্মিত, কেউ কেউ উদ্বিগ্ন—ম্যাচের সময়ের সঙ্গে মানিয়ে নিতে বিকেলে অনুশীলন না করায় কী সমস্যা হতে পারে?
স্বাগতিক মিয়ানমার ও প্রতিপক্ষ বাহরাইন তাদের অনুশীলন সূচি ঠিক করেছে ম্যাচের সময় অনুযায়ী। বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত অনুশীলন করে তারা আবহাওয়া, আলো, আর্দ্রতা—সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। একই অনুশীলন ভেন্যু (ফিল্ড-৫) ব্যবহার করেও বাংলাদেশ দল সকালবেলার সূচিতে অনড়।
এই ব্যতিক্রমের মূল স্থপতি ব্রিটিশ কোচ পিটার বাটলার। দায়িত্ব নেওয়ার পর থেকেই কিছুটা ভিন্নধর্মী পরিকল্পনা নিয়েই এগোচ্ছেন তিনি। এবারও তাঁর সেই সিদ্ধান্ত নিয়ে দলের কেউ প্রকাশ্যে কিছু না বললেও, ভেতরে ভেতরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এক সিনিয়র খেলোয়াড় শুধু বললেন, “কোচ যা করছেন, ভালো ভেবেই করছেন। আমরা বিশ্বাস করি তাঁর পরিকল্পনায়।”
সকালবেলার কষ্টের কথা বলতে গিয়ে গোলরক্ষক রুপ্না চাকমা জানান,
“খুব কষ্ট হচ্ছে, কিন্তু জানি আমরা কী চাচ্ছি। তিনটা ম্যাচেই যেন ভালো খেলতে পারি, সবাই দোয়া করবেন। গোলরক্ষক হিসেবে আমার লক্ষ্য, একটাও গোল যেন সহজে না যায়।”
তবে গোলরক্ষক কোচ মাসুদ উজ্জ্বল আশাবাদী। তিনি বলেন,
“এশিয়ান ফুটবলে গোলরক্ষকদের চাপ অনেক বেশি থাকে। আমরা সেই চাপ নিতে শিখছি। রুপ্না ও অন্যদের আমি এমনভাবে তৈরি করছি, যেন তারা যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে।”
তবে বিশেষজ্ঞরা বলছেন, এশিয়ার শক্তিশালী দলের বিপক্ষে সাফল্য পেতে হলে শুধুমাত্র মানসিক প্রস্তুতি নয়, সময় ও পরিবেশ উপযোগী শারীরিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। সন্ধ্যার আর্দ্রতা, গরম, ঘাম ও ক্লান্তির প্রভাব একরকম; সকালবেলার পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেই পার্থক্য যে মাঠে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলবে।
বাংলাদেশ দলের সূচি ও প্রস্তুতি:
বাংলাদেশ নারী দল মিয়ানমারে পৌঁছেছে মূল টুর্নামেন্ট শুরুর চার দিন আগে। সেখানে প্রতিদিন সকালবেলায় তারা অনুশীলন করছে। স্থানীয় সংবাদমাধ্যমের মতে, তারা যথেষ্ট আত্মবিশ্বাসী এবং কঠোর পরিশ্রম করে যাচ্ছে।
টুর্নামেন্ট ভেন্যু: ইয়াঙ্গুন, মিয়ানমার
প্রতিপক্ষ:
২৯ জুন – বাহরাইন
২ জুলাই – মিয়ানমার
৫ জুলাই – তুর্কমেনিস্তান
সাফ চ্যাম্পিয়ন হয়ে ইতোমধ্যেই বাংলাদেশ নারী দল দক্ষিণ এশিয়ার ফুটবল মঞ্চে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। এবার তাদের লক্ষ্য এশিয়ান পর্যায়ে আরও বড় কিছু করা। কিন্তু প্রস্তুতির ধরন ও পরিকল্পনার ব্যতিক্রমিতা নিয়ে এখনই আলোচনা শুরু হয়েছে। শেষ পর্যন্ত পিটার বাটলারের এই ‘সকালের রহস্য’ মাঠে কতটা কার্যকর হয়, সেটিই দেখার অপেক্ষা।
যাই হোক, কোচের কৌশল যেমনই হোক, মাঠে নামবে যে মেয়েরা, তাদের হাতেই থাকবে শেষ উত্তর। সাহস, শৃঙ্খলা আর স্বপ্ন নিয়ে তারা লড়বে দেশের জন্য। আপাতত, তাদের পথচলাটা রহস্যে ঢাকা হলেও আশায় ভরপুর।
মো: রাজিব আলী/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আইপিএলনিলাম শেষ, বাংলাদেশ থেকে দল পেলেন যারা
- আইপিএল নিলাম ২০২৬: এখন পর্যন্ত দল পেলেন যারা, জানুন মুস্তাফিজ ও রিশাদের অবস্থান
- আইপিএল নিলাম ২০২৬: দল পেলেন মুস্তাফিজের সতীর্থ
- আইপিএল নিলাম ২০২৬:: সর্বোচ্চ দামে দল পেলেন মুস্তাফিজ
- আইপিএলনিলাম: যাদের দলে জায়গা হলো তাসকিনের
- IPL Auction 2026: তাসকিনের নিলাম শেষ
- IPL Auction 2026: শেষ হলো নিলাম, জানুন কে কোন দলে
- চলছেIPL নিলাম:মুস্তাফিজ-রিশাদ কি দল পেয়েছে? জানুন সর্বশেষ অবস্থান
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: শেষ হলো ম্যাচ জানুন ফলাফল
- আইপিএলনিলাম শেষ,ডেভন কনওয়ে, জনি বেয়ারস্টোদের দলে রিশাদ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: বোলিংয়ে বাংলাদেশ খেলাটি সরাসরি Live দেখুন এখানে
- BBL- হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার:শেষ রিশাদদের ম্যাচ জানুন ফলাফল
- হোবার্ট হারিকেনস বনাম সিডনি থান্ডার: ব্যাটিংয়ে রিশাদরা, সরাসরি দেখুন Live
- earthquake today : গভীর রাতে ৪.০ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?
- আজকের সোনার দাম: (বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫)