‘মেগাস্টার’ খেতাব নিয়ে শাকিব খানকে ঘিরে মুখ খুললেন জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক: ঢালিউড সুপারস্টার শাকিব খানকে ঘিরে ‘মেগাস্টার’ খেতাব এখন যেন এক পরিচিত ট্যাগ। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা, গড়েছেন জনপ্রিয়তার নতুন উচ্চতা। আর তাই ভক্তরা ভালোবেসে তাকে ‘কিং খান’, ‘নবাব’ থেকে শুরু করে এখন ‘মেগাস্টার’ হিসেবেও ডাকছেন।
তবে এই ‘মেগাস্টার’ অভিধা নিয়ে এবার ভিন্ন সুর শোনা গেল জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান–এর কণ্ঠে। সম্প্রতি একটি টেলিভিশন চ্যানেলের লাইভ টক শোতে অতিথি হিসেবে যোগ দিয়ে শাকিব খানকে ঘিরে এই খেতাবের যৌক্তিকতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।
“হওয়া নয়, হয়ে থাকা বড় কথা”—শেক্সপিয়ার উদ্ধৃত করে জবাব
শো চলাকালে শাকিব খানের সাম্প্রতিক ছবি ‘তাণ্ডব’ এবং তার ‘মেগাস্টার’ খেতাব নিয়ে কথা উঠলে জাহিদ হাসান বলেন,
“শেক্সপিয়ারের একটা কথা আছে— ‘Being something is not as great as being consistently something.’ এতগুলো হল পেয়েও শেষমেশ যদি টিকে না থাকে, তাহলে সেই অবস্থান নিয়ে ভাবার সময় এসেছে।”
তিনি আরও বলেন, “অভিনয় দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করতে হয়। খেতাব দিয়ে নয়। যতটা নরম ও বিনয়ী হয়ে এগোনো যায়, ততটাই গ্রহণযোগ্যতা তৈরি হয়।”
‘তাণ্ডব’ বনাম ‘উৎসব’: বক্স অফিসে হিসাব-নিকাশ
চলতি কোরবানির ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তাণ্ডব’। যদিও মাল্টিপ্লেক্সে ছবিটি ভালো ব্যবসা করেছে, কিন্তু দেশের বহু সিঙ্গেল স্ক্রিন প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতি ছিল হতাশাজনক। একই সময়ে মুক্তি পাওয়া ভিন্নধারার ছবি ‘উৎসব’ আয়ের দিক থেকে ‘তাণ্ডব’–কে ছাড়িয়ে গেছে বলে গণমাধ্যম সূত্রে জানা যায়।
এই বাস্তবতা মাথায় রেখেই জাহিদ হাসান বলেন,
“তাণ্ডব, উৎসব, ইনসাফ— সবই তো আমাদের চলচ্চিত্র। আমরা চাই সব ছবিই সফল হোক। কারণ একটা ইন্ডাস্ট্রি একা কেউ টেনে নিতে পারে না। দর্শককে হলে আনতে হলে গল্প, নির্মাণ আর অভিনয়—সবকিছুতেই মান থাকা দরকার।”
মেগাস্টার বিতর্কে উত্তাল সোশ্যাল মিডিয়া
জাহিদ হাসানের এই মন্তব্য প্রকাশ্যে আসার পরপরই তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন— “তিনি সত্যি কথাই বলেছেন”, আবার কেউ একে দেখছেন শাকিব বিরোধী মনোভাব হিসেবে। তবে এখনো এ বিষয়ে শাকিব খান নিজে কোনো প্রতিক্রিয়া জানাননি।
তবে ভক্তদের একাংশ বলছে, “শাকিব খান এই সময়ের সবচেয়ে বড় তারকা, তাকে নিয়ে বিতর্ক করা মানে ঈর্ষা প্রকাশ।” অন্যদিকে, সমালোচকরা বলছেন, “উপাধির চেয়ে কাজ দিয়ে টিকে থাকাটাই সবচেয়ে জরুরি।”
শেষ কথা: তারকা খ্যাতি নয়, দরকার টিকে থাকা
জাহিদ হাসান তার বক্তব্যের শেষাংশে বলেন, “সিনেমার ভবিষ্যৎ নির্ভর করে টিমওয়ার্কের ওপর। একজনকে ঘিরে সব কিছু তৈরি করলে শিল্প দুর্বল হয়ে পড়ে।”
এই মন্তব্য যেন একটি বার্তা বহন করে— কেবল তারকাখ্যাতি নয়, সিনেমার মান ও দর্শকের আস্থা ফেরানোই এখন বড় চ্যালেঞ্জ।
তানিয়া বৃষ্টি/
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ভারতের সাবেক স্পিনার দিলীপ দোশী মারা গেলেন হৃদরোগে আক্রান্ত হয়ে
- চুপ্পুকে সরিয়ে জাতীয় নির্বাচনে আগে নতুন রাষ্ট্রপতি চান পিনাকি
- PSG বনাম ইন্টার মায়ামি: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ ম্যাচ
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ম্যাচ প্রিভিউ, একাদশ ও ম্যাচ শুরুর সময়
- ৮ গোল: শেষ হলো বাংলাদেশ বনাম বাহারাইনের মধ্যকার ম্যাচের ৯০ মিনিটের খেলা
- মাহিয়া মাহির মৃত্যু গুজব: সত্য ও মিথ্যার বিশ্লেষণ
- বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা দিল ডিএসই
- শান্তর পদত্যাগ, নতুন টেস্ট অধিনায়কত্বে এগিয়ে যিনি
- পিএসজি বনাম ইন্টার মায়ামি: ৪-০ গোলে শেষ হলো ম্যাচ
- কফিনবন্দি হয়ে ফিরলেন ফখরুল, চোখের জলে ভেসে গেল শেষ বিদায়
- শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ: বৃষ্টির কারণে বন্ধ দ্বিতীয় টেস্ট ম্যাচ
- বিদেশি বিনিয়োগকারীদের নজরে পাঁচ কোম্পানি
- ফিফা ক্লাব বিশ্বকাপ : দ্বিতীয় পর্ব নিশ্চিত ১৬ দলের, সময় সূচি প্রকাশ
- বাজারে সামগ্রিক মন্দার মাঝেও বস্ত্র খাতের ৫ কোম্পানির চমক
- বিনিয়োগকারীদের জন্য তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা