ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ছাত্রদলের ১৪৪ শহীদ, বিএনপির ৪২৩ শহীদ: গণ-অভ্যুত্থানের হিসাব

রাজনীতি ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০১ ১২:৫৬:২৪
ছাত্রদলের ১৪৪ শহীদ, বিএনপির ৪২৩ শহীদ: গণ-অভ্যুত্থানের হিসাব

নিজস্ব প্রতিবেদক: গত বছরের জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে দেশের মাটিতে রক্তে লিপ্ত হয় গণতন্ত্রের সংগ্রামের এক অধ্যায়। ওই গণ-অভ্যুত্থানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ৭৩৪ জন শহীদ হয়েছেন, যার মধ্যে বিএনপির ৪২৩ জন এবং ছাত্রদলের ১৪৪ জন বীর শহীদ রয়েছেন।

বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের শহীদদের সংখ্যা এই প্রায় ৭৩০-এর ওপরে। শহীদদের পরিবারের পাশে থেকে সহায়তা নিশ্চিত করতে ‘আমরা বিএনপি পরিবার’ নামে একটি বিশেষ সেল গঠন করা হয়েছে, যার পৃষ্ঠপোষকতা করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যুগান্তরকে জানান, ‘জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে ছাত্রদলের ১৪৪ জন শহীদ হয়েছেন, যারা নিজেদের প্রাণ উৎসর্গ করেছেন গণতন্ত্রের স্বপ্ন পূরণের জন্য। তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীল এবং শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে চলেছি।’

শহীদ স্মরণে বিএনপি গঠন করেছে ৩৬ দিনের ব্যাপক কর্মসূচি, যার মধ্যে রয়েছে বিজয় মিছিল, মৌন মিছিল, আলোচনা সভা, রক্তদান কর্মসূচি, পথনাটক, শিশু অধিকার বিষয়ক অনুষ্ঠানসহ অন্তত ২২ ধরনের ভিন্নধর্মী আয়োজন। এসব কর্মসূচির মাধ্যমে গণ-অভ্যুত্থানের আত্মত্যাগ ও সংগ্রামের কাহিনি দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘শহীদ পরিবার ও আহত নেতাকর্মীদের পাশে থেকে আমরা প্রতিনিয়ত তাদের যন্ত্রণার গল্প শুনে সহযোগিতা করে যাচ্ছি। যারা জীবনের সর্বোচ্চ মূল্য দিয়ে এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছে, তাদের আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।’

বিএনপির উদ্যোগে আজ বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘গণ-অভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এতে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করা শহীদদের স্মৃতিতে বিএনপি ও ছাত্রদল সহ নানা অঙ্গসংগঠন থেকে নেতাকর্মী ও সমর্থকরা আজও একতাবদ্ধ থেকে নিরঙ্কুশ সংগ্রামে প্রবৃত্ত আছেন।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ