ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

‘মেগাস্টার’ শব্দে আপত্তি, শাকিব ভক্তদের রোষানলে জাহিদ হাসান

বিনোদন ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ জুলাই ০১ ১৪:২৩:০০
‘মেগাস্টার’ শব্দে আপত্তি, শাকিব ভক্তদের রোষানলে জাহিদ হাসান

নিজস্ব প্রতিবেদক: ঈদের রেশ কাটতে না কাটতেই চলচ্চিত্রাঙ্গনে শুরু হয়েছে নতুন এক বিতর্ক। শাকিব খানকে ঘিরে নয়, বরং তাকে ঘিরে ব্যবহৃত একটি শব্দকে কেন্দ্র করেই সৃষ্টি হয়েছে এই উত্তাপ—শব্দটি হচ্ছে ‘মেগাস্টার’। আর এই শব্দ নিয়েই আপত্তি তুলে শাকিব ভক্তদের রোষানলে পড়েছেন দেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান।

সম্প্রতি একটি অনলাইন টকশোতে ঈদে মুক্তিপ্রাপ্ত নিজের সিনেমা উৎসব নিয়ে কথা বলতে গিয়ে এই মন্তব্য করেন জাহিদ হাসান। আলোচনায় উঠে আসে ঈদে মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার প্রসঙ্গও। আয় ও দর্শকপ্রিয়তার বিচারে উৎসব সিনেমাটি তাণ্ডব–কে ছাড়িয়ে গেছে বলেই আলোচনায় জানানো হয়।

এই প্রসঙ্গেই জাহিদ হাসান বলেন,

“আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা করে দেখা হয় শুধু শাকিব খানের জন্য। তাঁকে শুধু চিত্রনায়ক বলা হয় না, বলা হয় ‘মেগাস্টার শাকিব খান’। কিন্তু বাকিদের বলা হয় শুধু চিত্রনায়ক। কেন এমন হয়, বুঝি না। তিনি তো একজন অভিনেতা, আর পাঁচজনের মতো। আগে থেকেই তাঁর নামের পাশে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হয়। শব্দটা আমার কানে লাগে।”

এই মন্তব্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েন শাকিব ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়। অনেকেই জাহিদ হাসানকে ‘ঈর্ষান্বিত’, ‘টেলিভিশনের অভিনেতা হয়ে বড় পর্দার শিল্পীদের ছোট করে দেখানোর চেষ্টা করছেন’—এই মর্মে কটাক্ষ করতে থাকেন।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,

“এই জন্যই নাটকের শিল্পীদের বড় পর্দায় আনা ঠিক না। মনটা ছোট, কথা বলার ভঙ্গিও সংকীর্ণ।”

আরেকজন মন্তব্য করেন,

“জাহিদ হাসান প্রথম হিট সিনেমার স্বাদ পেয়েই উচ্ছ্বসিত হয়ে এমন কথা বলে ফেলেছেন। চঞ্চল চৌধুরীর মতো শিল্পীরা কখনো এমন করেন না।”

তবে বিতর্কের মধ্যে কিছু নেটিজেন জাহিদ হাসানের পক্ষে যুক্তিও দিচ্ছেন। তাঁদের মতে, ‘মেগাস্টার’ একটি আনঅফিশিয়াল তকমা, কেউ পছন্দ না করলে সেটা বলার অধিকার তাঁর আছে।

এমন এক মন্তব্যে লেখা হয়,

“মেগাস্টার তো গেজেটেড কোনো খেতাব না যে অপছন্দ করলেই অপরাধ হবে। একেকজনের পছন্দ-অপছন্দ থাকতেই পারে।”

এদিকে, জাহিদ হাসান এই বিতর্ক নিয়ে আর কোনো মন্তব্য না করলেও তার বক্তব্য ঘিরে তৈরি হওয়া আলোচনার ঝড় থামছে না। চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই মনে করছেন, বিষয়টি যতটা না শাকিব খানকে নিয়ে, তার চেয়ে বেশি এক ধরণের তারকা কেন্দ্রিক কালচার নিয়ে আলোচনা।

সবার চোখ এখন এই বিতর্কের পরবর্তী পরিণতির দিকে। শিল্পীদের মুখে আসবে কি নতুন ব্যাখ্যা? নাকি সময়ই সব বিতর্কের উত্তর দিয়ে দেবে—তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।

তানিয়া বৃষ্টি/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ