ঢাকা, মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

নেতৃত্ব এবার নিজেরাই ঠিক করবো

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ০৫ ১০:৫৫:৫৯
নেতৃত্ব এবার নিজেরাই ঠিক করবো

নিজস্ব প্রতিবেদক: দেশের ক্রিকেটাররা দীর্ঘদিন কোয়াবের নেতৃত্ব নিয়ে বাইরে থেকে সিদ্ধান্ত নেওয়ার ওপর নির্ভর করলেও এবার সিদ্ধান্ত নিয়েই নিচ্ছেন নিজেদের হাতে। সামনের মাসে অনুষ্ঠিতব্য ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচনে বর্তমান ক্রিকেটাররা সরাসরি নেতৃত্ব নির্ধারণে অংশ নিতে উদ্যোগ নিয়েছেন।

সোমবার মিরপুরে কোয়াবের সদস্যদের এক বৈঠকে অংশ নিয়ে ক্রিকেটার মোহাম্মদ মিঠুন বলেন, “আগের নেতৃত্বদের ওপর আমাদের দীর্ঘদিন নির্ভরশীলতা ছিল, কিন্তু তাদের কাজ আমাদের প্রত্যাশা পূরণ করেনি। তাই এবার আমরা নিজেদের জন্য নিজেদের নেতৃত্ব বেছে নিতে চাই।”

তিনি আরও জানান, “আমরা এমন একজন নেতার সন্ধানে আছি, যিনি কেবল প্রিমিয়ার বা জাতীয় লিগ নয়, জেলা লিগ পর্যন্ত সব স্তরের ক্রিকেটের উন্নয়নে কাজ করবেন। জেলা পর্যায়ে ক্রিকেট বন্ধ থাকার বিষয়টিও আমাদের প্রধান উদ্বেগ।”

বর্তমান ক্রিকেটারদের এই উদ্যোগ দেশের ক্রিকেটের ভবিষ্যত গড়তে নতুন দিগন্ত উন্মোচনের সংকেত হিসেবে দেখা হচ্ছে। কোয়াবের আগামী নির্বাচনে কে নেতৃত্ব দেবেন, তা নির্ধারণে চলছে গঠনমূলক আলোচনা।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ