একসময় লবণ-রুটি খেয়ে দিন কাটত, আজ তিনি ৪০ কোটির মালিক

নিজস্ব প্রতিবেদক: যিনি হাসিয়ে কোটি মানুষের মন জয় করেছেন, তাঁর জীবনের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে কান্নার এক দীর্ঘ ইতিহাস। মাত্র দুই বছর বয়সে বাবাকে হারানো, অন্যের বাড়ির শৌচাগার পরিষ্কার করা মায়ের মুখ, আর কারখানায় হাড়ভাঙা খাটুনি করা ভাইবোনের স্মৃতি—এসবই ভারতের তুমুল জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিংয়ের জীবনের অংশ। আজ তিনি প্রায় ৩০ কোটি রুপি (প্রায় ৪০ কোটি টাকা) সম্পদের মালিক, কিন্তু তাঁর এই পর্যন্ত আসার পথটা ছিল কাঁটায় ভরা।
অতীতের সংগ্রাম: লবণ-রুটি আর বাসি খাবারেই কাটত দিন
মাত্র দুই বছর বয়সে বাবাকে হারানোর পর ভারতীর জীবনটা বদলে যায়। সংসারের হাল ধরতে মা অন্যের বাড়িতে রান্না ও শৌচাগার পরিষ্কারের কাজ শুরু করেন। দুই ভাইবোন পড়াশোনা ছেড়ে কম্বলের কারখানায় যোগ দেন।
এক সাক্ষাৎকারে ভারতী সেই কঠিন দিনগুলোর কথা স্মরণ করে বলেন, "উৎসবের দিনগুলো ছিল সবচেয়ে কষ্টের। মা কাজ শেষে ফিরলে অন্যের বাড়ি থেকে পাওয়া লাড্ডু দিয়েই আমরা পূজা করতাম। প্রতিবেশীদের আতশবাজি ফাটানো দেখে মনে হতো, আমিও যদি পারতাম! মা যখন অন্যের বাড়ির শৌচাগার পরিষ্কার করতেন, আমি দরজার বাইরে বসে থাকতাম। কাজ শেষে যেটুকু বাসি খাবার পেতাম, সেটাই ছিল আমাদের জন্য অমৃত। সেই বাসি খাবারেই আমাদের আনন্দ খুঁজে নিতে হতো।"
তিনি আরও যোগ করেন, "এমনও দিন গেছে, আমরা শুধু লবণ আর রুটি খেয়ে কাটিয়েছি। আজ যখন বাড়িতে ডাল, সবজি আর রুটি দেখি, মনে হয় এর চেয়ে বড় পাওয়া আর কিছু নেই।"
প্রতিভাই যখন ভাগ্য বদলের চাবিকাঠি
কলেজ জীবনেই থিয়েটার ও কমেডি শো করে পরিচিতি পেতে শুরু করেন ভারতী। সেখান থেকেই ডাক আসে 'কমেডি সার্কাস'-এর অডিশনের জন্য। অমৃতসর থেকে অডিশন দিয়ে মায়ের সঙ্গে প্রথমবার বিমানে চড়ে মুম্বাইয়ে পা রাখেন তিনি। এরপর আর পেছনে তাকাতে হয়নি। টেলিভিশনের পর্দায় 'লালি' চরিত্রে অভিনয় করে তিনি ভারতজুড়ে তুমুল জনপ্রিয়তা পান এবং হয়ে ওঠেন 'লাফটার কুইন'।
সাফল্যের শিখরে ভারতী: কমেডি থেকে উপস্থাপনা
শুধু কমেডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি ভারতী। 'ঝলক দিখলা যা', 'ডান্স দিওয়ানে', 'সা রে গা মা পা লি’ল চ্যাম্পস' এবং 'লাফটার শেফস'-এর মতো জনপ্রিয় শো-তে সফল উপস্থাপক হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে তাঁর ইউটিউব চ্যানেলও দারুণ জনপ্রিয়।
আজকের ভারতী: সম্পদে ও সম্মানে
টাইমস অব ইন্ডিয়ার তথ্যমতে, ভারতীর বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩০ কোটি রুপি। মুম্বাইয়ে তাঁর একটি বিলাসবহুল ফ্ল্যাট রয়েছে, যার দাম প্রায় ছয় কোটি রুপি। এছাড়া রয়েছে একাধিক দামি গাড়ি। 'লাফটার শেফস' অনুষ্ঠানের প্রতিটি পর্ব উপস্থাপনার জন্য তিনি পারিশ্রমিক নেন প্রায় ১০-১২ লাখ রুপি।
ভারতী সিংয়ের জীবনকাহিনি শুধু একটি সাফল্যের গল্প নয়, এটি শত প্রতিকূলতার মাঝেও স্বপ্ন দেখার এবং তা সত্যি করার এক জীবন্ত অনুপ্রেরণা।
আল-আমিন ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: ব্যাটিংয়ে বাংলাদেশ, লাইভ দেখুন এখানে
- বিএসইসি ও বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
- ব্যালন ডি'অর ২০২৫: কখন, কোথায় ও কিভাবে দেখবেন, জানুন সব কিছু
- এশিয়া কাপ ২০২৫ সুপার ফোর পয়েন্ট টেবিল: জানুন বাংলাদেশের অবস্থান
- বড় খবর! সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির তদন্ত নতুন মোড়
- ব্যালন ডি'অর ২০২৫: বাংলাদেশ থেকে কখন, কোথায় ও কিভাবে দেখবেন লাইভ
- চলছে ভারত বনাম পাকিস্তান ম্যাচ: লাইভ দেখুন এখানে
- আজ রাতে ব্যালন ডি'অর ২০২৫ ঘোষণা: বাংলাদেশ থেকে কখন, কোথায় ও কিভাবে দেখবেন
- বোর্ড সভার তারিখ জানাল তিন কোম্পানি, আসছে ডিভিডেন্ড
- তালিকাচ্যুত হচ্ছে পাঁচ ব্যাংক, শেয়ারবাজারের বিনিয়োগকারীদের জন্য কি সিদ্ধান্ত!
- সরকারি কর্মচারীদের বেতন বাড়লো, জানুন কোন কোন গ্রেডে কত টাকা বাড়লো
- ভারত বনাম পাকিস্তান: টস শেষ, লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ: টস শেষ একাদশে ২ পরিবর্তন, লাইভ দেখুন এখানে
- স্টেট ডিফেন্স: 'শেখ হাসিনা পদত্যাগ করেননি, দেশ ছাড়তে বাধ্য হন'- নতুন মোড়!