ঢাকা, সোমবার, ১৮ আগস্ট ২০২৫, ৩ ভাদ্র ১৪৩২

হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু

শিক্ষা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ১৫ ১২:৩০:০৬
হলে ঢাবি ছাত্রীর হঠাৎ অসুস্থতা, হাসপাতালে মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী আসমা আক্তার লিজার প্রাণ চলে গেল এক আকস্মিক অসুস্থতার কাছে। বৃহস্পতিবার দুপুরেও তিনি ছিলেন সহপাঠীদের মাঝে, স্বাভাবিক জীবনযাপন করছিলেন। কিন্তু কয়েক ঘণ্টার ব্যবধানেই সবকিছু থমকে গেল।

শুক্রবার (১৫ আগস্ট) সকাল। রাজধানীর গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লিজা। ২০১৯-২০ শিক্ষাবর্ষের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের এই শিক্ষার্থী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে আবাসিক ছিলেন। তার গ্রামের বাড়ি নাটোরে।

সহপাঠীদের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুরে হলে থাকাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, লিজার হার্টে টিউমার এবং ফুসফুসে পানি জমেছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় সেদিনই তাকে গ্রীন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আর ফিরলেন না তিনি।

অকালপ্রয়াণের খবরে বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠীরা ভেঙে পড়েছেন, স্মৃতিচারণ করছেন লিজার হাসিখুশি মুখ আর প্রাণবন্ত ব্যক্তিত্বের কথা। বিশ্ববিদ্যালয় প্রশাসনও গভীর শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ