ঢাকা, মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫, ১১ ভাদ্র ১৪৩২

এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৬ ১৯:২৬:৪৯
এসএ২০ লিগের নিলামে বাংলাদেশের ২৩ ক্রিকেটার

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ৯ সেপ্টেম্বর বসছে সাউথ আফ্রিকার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ লিগের চতুর্থ আসরের নিলাম। বিশ্বজুড়ে তারকাখচিত এই নিলামে নাম তুলেছেন মোট ৭৮২ জন ক্রিকেটার। এর মধ্যে ৪৫৪ জন বিদেশি আর ৩২৮ জন স্থানীয় ক্রিকেটার। আর চমক হিসেবে এবার তালিকায় আছেন বাংলাদেশেরও ২৩ জন ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটাররা

বাংলাদেশের যে নামটি সবচেয়ে বেশি আলোচনায়, তিনি হলেন মাহমুদউল্লাহ রিয়াদ। ২০২৪ সালে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেওয়া এই অভিজ্ঞ অলরাউন্ডার এবার নতুনভাবে ফ্র্যাঞ্চাইজি লিগে ফিরতে চান। তবে তার বাইরে আর যে ২২ জন বাংলাদেশের ক্রিকেটার নিলামে নাম তুলেছেন, তাদের নাম এখনও প্রকাশ করেনি ক্রিকবাজ।

দেশভিত্তিক নিবন্ধন

ক্রিকেট বিশ্বের প্রায় সব দেশ থেকেই এবার নাম এসেছে।

ইংল্যান্ড থেকে ১৫৩ জন

ওয়েস্ট ইন্ডিজ থেকে ৫০ জন

পাকিস্তান থেকে ৪০ জন

শ্রীলঙ্কা থেকে ৩৬ জন

আফগানিস্তান থেকে ২৭ জন

ভারত থেকে ১৩ জন

সংযুক্ত আরব আমিরাত ও স্কটল্যান্ড থেকে ১১ জন করে

এছাড়া জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে ১০ জন করে, নিউজিল্যান্ড থেকে ৯ জন, নামিবিয়া থেকে ৫ জন, আর অস্ট্রেলিয়া, কানাডা ও নেপাল থেকে ৩ জন করে ক্রিকেটার নাম তুলেছেন। এমনকি ক্রিকেট বিশ্বে তেমন পরিচিত নন—তবুও কম্বোডিয়া, উগান্ডা ও মালয়েশিয়ারও একজন করে ক্রিকেটার আছেন নিলামে।

অভিজ্ঞদের প্রত্যাবর্তন

এবারের নিলামে নজর কাড়ছে অভিজ্ঞদের নাম। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডের কিংবদন্তি জেমস অ্যান্ডারসন আছেন তালিকায়। তবে তিনিই সবচেয়ে প্রবীণ নন। ৪৬ বছর বয়সী ইমরান তাহির এবারও লড়বেন দলে জায়গা পাওয়ার জন্য।

জাতীয় দলের বাইরে থাকা তারকাদের মধ্যে আছেন নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল ও ইংল্যান্ডের জেসন রয়। আর যারা এখনো আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলছেন, তাদের মধ্যে অন্যতম রহমানুল্লাহ গুরবাজ, ডেভন কনওয়ে, মাহিশ থিকশানা, শামার জোসেফ ও জেইডেন সিলস।

সাউথ আফ্রিকান তারকারা

নিজেদের দেশের বড় তারকাদের নিয়েও আগ্রহ থাকবে ফ্র্যাঞ্চাইজিগুলোর। যেমন—এইডেন মার্করাম, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কুইন্টন ডি কক, অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিডি ও তাবরাইজ শামসি। আর নতুন প্রজন্মের আলোচিত নাম ডেওয়াল্ড ব্রেভিসও থাকবেন নিলামে।

নিলামের নিয়ম-কানুন

ছয় ফ্র্যাঞ্চাইজি এবার নিলাম থেকে মোট ৮৪ জন ক্রিকেটার দলে নিতে পারবে। এ জন্য তাদের হাতে বাজেট থাকবে সর্বোচ্চ ৭.৪ মিলিয়ন মার্কিন ডলার। প্রতিটি দল চাইলে একজন করে ওয়াইল্ডকার্ড খেলোয়াড় নিতে পারবে, যিনি স্যালারি ক্যাপে গণনা হবেন না।

সূচি

চতুর্থ আসরের খেলা মাঠে গড়াবে ২৬ ডিসেম্বর ২০২৫। প্রায় এক মাসব্যাপী প্রতিদ্বন্দ্বিতা শেষে ২৫ জানুয়ারি ২০২৬ নিউল্যান্ডসে হবে ফাইনাল। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে এবারও শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে এমআই কেপ টাউন।

মো: রাজিব আলী/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ