ঢাকা, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ ভাদ্র ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মেসির স্বপ্নভঙ্গ: শেষ কবে ফাইনালে হেরেছিলেন মেসি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ সেপ্টেম্বর ০১ ১৭:১৯:২৬
মেসির স্বপ্নভঙ্গ: শেষ কবে ফাইনালে হেরেছিলেন মেসি

লিওনেল মেসির ইন্টার মায়ামি লিগস কাপ ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছে। সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ গোলে হেরে ট্রফি জেতার সুযোগ হাতছাড়া হয়েছে মায়ামির দলের। মেসির ক্যারিয়ারে এহেন হারের মাধ্যমে যুক্ত হলো নতুন একটি ‘ফাইনাল ব্যর্থতার’ অধ্যায়।

ওসাজে ডি রোসারিও, আলেক্স রোলদান এবং পল রথরকের গোলে সিয়াটল নিশ্চিত করেছে সহজ জয়। মায়ামি যদিও আক্রমণে প্রাণ ফিরিয়েছে, জাল বাঁচাতে পারেনি। মেসিও কাঙ্ক্ষিত শিরোপা স্পর্শ করতে পারেননি।

শেষ কবে মেসি ফাইনালে হেরেছিলেন—এ প্রশ্নও উঠে। আন্তর্জাতিক বা ক্লাব ফুটবলে মেসি মানেই সাফল্যের প্রতীক। তবে এর আগে শেষবার হেরেছিলেন ২০২১ সালের জানুয়ারিতে, বার্সেলোনার হয়ে স্প্যানিশ সুপার কাপ ফাইনালে। ওই ম্যাচে অ্যাথলেটিক বিলবাওকে ৩-২ গোলে হারিয়েছিল কাতালানরা। বিশেষ স্মরণীয় হলো, ওই ম্যাচেই মেসি প্রথমবারের মতো বার্সেলোনার জার্সিতে লাল কার্ড দেখেছিলেন।

মেসির ফাইনাল ব্যর্থতার সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৩-এ। এর মধ্যে ৬টি এসেছে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে—তিনটি কোপা আমেরিকা, একটি বিশ্বকাপ, এবং বাকি দুটি বয়সভিত্তিক প্রতিযোগিতায়। বার্সেলোনার হয়ে তিনি হেরেছেন চারটি ফাইনালে—স্প্যানিশ সুপার কাপ, কোপা দেল রে এবং ইউরোপিয়ান সুপার কাপ। ইন্টার মায়ামির হয়ে এটি তার প্রথম ফাইনাল হার, যা যুক্তরাষ্ট্রে ক্যারিয়ারের নতুন এক দুঃখের অধ্যায়।

পরিসংখ্যান দেখায়, ফাইনালে মেসির সাফল্য এখনও চরম প্রশংসনীয়। ৪৪টি ফাইনালে তিনি খেলেছেন, ৩১টি জিতেছেন এবং ১৩টি হেরেছেন। ফাইনালে ৩৭টি গোল করেছেন, যা তার অনন্য দক্ষতার প্রমাণ।

আর্জেন্টিনার হয়ে মেসি ১০টি ফাইনালে অংশ নিয়েছেন (অলিম্পিক ও অনূর্ধ্ব-২০ বিশ্বকাপসহ), যার মধ্যে জিতেছেন ৬টি। তবে সিয়াটলের কাছে এই হারের পর ‘গারজাস’ জার্সিতে তার প্রথম ফাইনাল ব্যর্থতা হয়তো কিছুদিন স্মৃতিতে থেকে যাবে।

আল-আমিন ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ