ঢাকা, রবিবার, ৫ অক্টোবর ২০২৫, ২০ আশ্বিন ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মায়ামির ৪-১ গোলের দাপুটে জয়, মেসি ম্যাজিকে ছড়াল উল্লাস!

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ০৫ ১০:২৫:১১
মায়ামির ৪-১ গোলের দাপুটে জয়, মেসি ম্যাজিকে ছড়াল উল্লাস!

মেজর লিগ সকারে (এমএলএস) অবশেষে জয়ের ধারায় ফিরলো ইন্টার মায়ামি। আগের দুই ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা কাটিয়ে লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্সে নিউ ইংল্যান্ডকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি। এই ম্যাচে মেসির নামের পাশে যোগ হয়েছে দুর্দান্ত এক হ্যাটট্রিক অ্যাসিস্ট, যা দলের বড় জয়ে রেখেছে গুরুত্বপূর্ণ ভূমিকা। মায়ামির হয়ে এদিন জোড়া গোল করেছেন তাদেও আয়েন্দে এবং জর্দি আলবা।

শীর্ষস্থান হাতছাড়া, সাপোর্টার্স শিল্ড জিতলো ফিলাডেলফিয়া

তবে বড় ব্যবধানে জয় পেলেও মায়ামির জন্য দিনটি মিশ্র অনুভূতি নিয়ে এসেছে। কারণ, একই দিনে নিউইয়র্ক সিটিকে ১-০ গোলে হারিয়ে সাপোর্টার্স শিল্ড নিশ্চিত করেছে ফিলাডেলফিয়া। মেজর লিগ সকারে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দলকেই এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। গত বছর এই শিরোপা জিতেছিল ইন্টার মায়ামি।

শিকাগো ফায়ারের বিপক্ষে আগের ম্যাচে হারের পরই মায়ামির শিরোপা স্বপ্ন ফিকে হয়ে যায়। শিল্ড জেতার জন্য ফিলাডেলফিয়ার শেষ দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় প্রয়োজন ছিল। আজই তারা সেই জয় নিশ্চিত করে শিরোপা ঘরে তুলেছে। এই জয়ের পর ৩৩ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলাডেলফিয়া, যেখানে ৩২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে মায়ামি আছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে থাকা সিনসিনাটির পয়েন্ট ৩৩ ম্যাচে ৬২। ফলে মায়ামির পক্ষে আর ফিলাডেলফিয়াকে ছোঁয়ার কোনো সুযোগ নেই। এটি ফিলাডেলফিয়ার দ্বিতীয় সাপোর্টার্স শিল্ড জয়, এর আগে ২০২০ সালেও তারা এই শিরোপা জিতেছিল।

ম্যাচের ঝলক: মেসি ম্যাজিক এবং আলবার বিদায়

আজ ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ইন্টার মায়ামি শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। ম্যাচের ৩২ মিনিটে মেসি ম্যাজিকে প্রথম গোল পায় মায়ামি। বক্সের বাইরে থেকে মেসির চমৎকার পাস ধরে গোল করেন আয়েন্দে। প্রথমার্ধের যোগ করা সময়ে মেসি-আলবা জুটির জাদু দেখা যায়, বক্সের ভেতর মেসির পাস থেকে গোল করেন জর্দি আলবা। বিরতির পর ৫৯ মিনিটে নিউ ইংল্যান্ডের ডোর টুরগেমেন ব্যবধান ২-১ করেন।

তবে এক মিনিট পরই আবারও ঝলক দেখান মেসি। প্রায় মাঝমাঠ থেকে তার অসাধারণ পাস ধরে ডিফেন্ডারদের ফাঁকি দিয়ে নিজের দ্বিতীয় গোল করেন আয়েন্দে। ম্যাচের ৬৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন আলবা। এই ম্যাচের সমাপ্তির পর মৌসুম শেষে ফুটবল থেকে অবসর নিতে যাওয়া কিংবদন্তি সার্জিও বুসকেতসকে আনুষ্ঠানিকভাবে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

আব্দুর রহিম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ