ঢাকা, রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ অক্টোবর ২৪ ০৯:৫০:২৫
আজকের খেলার সময়সূচি: শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

আজকের ক্রীড়াসূচি মূলত ক্রিকেট ও ফুটবলের উত্তেজনায় ভরপুর। দিনের আলো থাকতে নারী ওয়ানডে বিশ্বকাপে মাঠে নামছে এশিয়ার দুই দল—শ্রীলঙ্কা ও পাকিস্তান। অন্যদিকে, রাতে ইউরোপের সেরা ফুটবল লিগগুলো থেকে আসছে বিগ ম্যাচের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে শুরু করে স্প্যানিশ লা লিগা ও জার্মান বুন্দেসলিগা—সবখানেই থাকছে জমজমাট লড়াই। চলুন, এক নজরে দেখে নেওয়া যাক আজকের ক্রীড়াসূচি এবং বিস্তারিত খবর।

ইভেন্টপ্রতিপক্ষসময়চ্যানেল
ক্রিকেট (নারী ওয়ানডে বিশ্বকাপ)
নারী ওয়ানডে বিশ্বকাপ শ্রীলঙ্কা-পাকিস্তান বেলা ৩-৩০ মি. টি স্পোর্টস, স্টার স্পোর্টস ১
ফুটবল (ইউরোপিয়ান লিগ)
বুন্দেস লিগা ওয়ের্ডার ব্রেমেন-ইউনিয়ন বার্লিন রাত ১২-৩০ মি. সনি টেন ২
প্রিমিয়ার লিগ লিডস-ওয়েস্ট হ্যাম রাত ১টা স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা সেভিয়া-সোসিয়েদাদ রাত ১টা বিগিনডটওয়াচ

নারী ক্রিকেটে শ্রীলঙ্কা বনাম পাকিস্তান

দিনের শুরুতেই ক্রিকেটপ্রেমীদের জন্য থাকছে নারী ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনা। বেলা ৩টা ৩০ মিনিটে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। এশিয়ার এই দুই দলই টুর্নামেন্টে নিজেদের অবস্থান মজবুত করার লক্ষ্যে মাঠে নামবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ চ্যানেল।

রাতে ইউরোপের জমজমাট ফুটবল লিগ

রাতে শুরু হবে ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলোর রোমাঞ্চকর খেলা। ফুটবলপ্রেমীদের জন্য আজ তিনটি বড় লিগের ম্যাচ দেখার সুযোগ রয়েছে:

বুন্দেস লিগা: রাত ১২টা ৩০ মিনিটে জার্মান বুন্দেসলিগার ম্যাচে ওয়ের্ডার ব্রেমেনের মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিন। সনি টেন ২-এ ম্যাচটি সরাসরি দেখা যাবে।

প্রিমিয়ার লিগ: ইংলিশ ফুটবলের জনপ্রিয় আসর প্রিমিয়ার লিগে রাত ১টায় মুখোমুখি হবে লিডস ও ওয়েস্ট হ্যাম। স্টার স্পোর্টস সিলেক্ট ১ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে এই ম্যাচ।

লা লিগা: স্প্যানিশ লা লিগায় রাত ১টায় সেভিয়া মাঠে নামবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। এই ম্যাচটি বিগিনডটওয়াচ চ্যানেলে উপভোগ করা যাবে। পয়েন্ট টেবিলের গুরুত্বপূর্ণ অবস্থানে থাকা দলগুলোর এই লড়াই নিঃসন্দেহে উপভোগ্য হবে।

তানভির ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ