ঢাকা, মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬, ২৯ পৌষ ১৪৩২

Alamin Islam

Senior Reporter

মোবাইলের দাম কমছে ৫,৫০০ টাকা পর্যন্ত: সুখবর দিল এনবিআর

জাতীয় ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৬ জানুয়ারি ১৩ ১৪:৩৭:৩৫
মোবাইলের দাম কমছে ৫,৫০০ টাকা পর্যন্ত: সুখবর দিল এনবিআর

দেশের স্মার্টফোন প্রেমীদের জন্য দারুণ সুখবর দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মোবাইল ফোন আমদানিতে বড় ধরনের কর ছাড় দিয়ে আজ মঙ্গলবার একটি বিশেষ প্রজ্ঞাপন জারি করেছে প্রতিষ্ঠানটি। সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্তের ফলে এখন থেকে সাধারণ মানুষের হাতের নাগালে চলে আসবে পছন্দের স্মার্টফোন।

২৫ শতাংশ শুল্ক এখন মাত্র ১০ শতাংশ

এনবিআরের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মোবাইল ফোন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ কাস্টমস ডিউটি বা শুল্ক এক লাফে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনা হয়েছে। এর ফলে পূর্ণাঙ্গ সেট আমদানির ক্ষেত্রে শুল্কের বোঝা প্রায় ৬০ শতাংশ হ্রাস পেল। মূলত সব স্তরের মানুষের জন্য প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করতেই এই পদক্ষেপ নিয়েছে সরকার।

বাজারে দামের ওপর কেমন প্রভাব পড়বে?

রাজস্ব বোর্ডের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, এই শুল্ক হ্রাসের সুফল সরাসরি ভোগ করবেন ক্রেতারা।

আমদানিকৃত সেটের ক্ষেত্রে: ৩০ হাজার টাকার বেশি মূল্যের যেসব পূর্ণাঙ্গ মোবাইল ফোন বিদেশ থেকে আমদানি করা হয়, সেগুলোর দাম সেট প্রতি প্রায় ৫,৫০০ টাকা পর্যন্ত কমে আসতে পারে।

দেশে সংযোজিত সেটের ক্ষেত্রে: একই দামের (৩০ হাজার টাকার ঊর্ধ্বে) যেসব স্মার্টফোন দেশে সংযোজন করা হচ্ছে, সেগুলোর দাম কমতে পারে আনুমানিক ১,৫০০ টাকা।

ডিজিটাল সেবায় নতুন গতি

এনবিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোবাইল ফোন এবং এর কাঁচামাল আমদানিতে এই বিশাল ছাড় দেশের সংযোজন শিল্পকেও ত্বরান্বিত করবে। সরকার আশা করছে, হ্যান্ডসেটের দাম সাধারণ মানুষের সামর্থ্যের মধ্যে আসায় দেশের নাগরিকরা আরও অনায়াসেই ডিজিটাল সেবাগুলো গ্রহণ করতে পারবেন।

ডিজিটাল বাংলাদেশের লক্ষ্য পূরণে স্মার্টফোনের সহজলভ্যতা একটি বড় ফ্যাক্টর। আর সেই উদ্দেশ্যেই জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় নিয়ে আমদানিতে এই উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে। এনবিআর আরও স্পষ্ট করেছে যে, জনগণের স্বার্থে মোবাইল ফোনের মূল্য স্থিতিশীল এবং নাগালের মধ্যে রাখতে সরকারের এ ধরনের তদারকি ও প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আল-মামুন/

ট্যাগ: ডিজিটাল বাংলাদেশ এনবিআর NBR মোবাইল ফোনের দাম কত কমবে মোবাইলের দাম কমছে স্মার্টফোনের নতুন দাম মোবাইলের দাম কমার খবর বাংলাদেশে মোবাইল ফোনের দাম এনবিআর এর নতুন প্রজ্ঞাপন মোবাইল ফোন মোবাইল আমদানিতে শুল্ক ছাড় এনবিআর শুল্ক কমাল মোবাইলের উপর কর হ্রাস জাতীয় রাজস্ব বোর্ডের নতুন খবর ৩০ হাজার টাকার মোবাইলের দাম কত কমবে ৫ ৫০০ টাকা কমছে মোবাইলের দাম আমদানিকৃত মোবাইল ফোনের দাম দেশে তৈরি মোবাইলের নতুন দাম ১৫০০ টাকা সাশ্রয় মোবাইল ফোনে শুল্ক হ্রাস Mobile phone price drop Bangladesh Smartphone price reduction news Mobile phone price decrease in BD Latest mobile phone news Bangladesh NBR mobile phone duty cut Mobile import duty reduction Bangladesh NBR notification on mobile phones Tax reduction on smartphones BD National Board of Revenue mobile news Import duty on mobile phones 25% to 10% Mobile phone price down by 5500 BDT Locally assembled mobile price drop Cheaper smartphones in Bangladesh Mobile tax cut BD Bangladesh mobile market update

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ