Alamin Islam
Senior Reporter
পে স্কেল: সচিবালয়ে হাইভোল্টেজ বৈঠক, চূড়ান্ত হতে পারে যেসব বিষয়
সরকারি চাকুরেদের নতুন বেতন কাঠামোর দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে পারে আজ। নবম জাতীয় পে স্কেলের রূপরেখা চূড়ান্ত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টায় সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ সভায় মিলিত হচ্ছেন পে কমিশনের সদস্যরা। মন্ত্রিপরিষদ বিভাগের পুরাতন ভবনের সভাকক্ষে এই পূর্ণাঙ্গ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈষম্য কমিয়ে আনার লক্ষ্য: ১:৮ অনুপাত চূড়ান্ত
সূত্রমতে, গত ৮ জানুয়ারির সভায় বেতন বৈষম্য কমিয়ে আনার লক্ষ্যে একটি ঐতিহাসিক সিদ্ধান্তে পৌঁছেছে কমিশন। ১:১০ বা ১:১২ অনুপাতের চেয়ে তুলনামূলক সামঞ্জস্যপূর্ণ ১:৮ অনুপাতটিকেই চূড়ান্ত করা হয়েছে। অর্থাৎ, সর্বোচ্চ এবং সর্বনিম্ন বেতনের ব্যবধান কমিয়ে আনার বিষয়টি এখন নিশ্চিত।
টেবিলে রয়েছে সর্বনিম্ন বেতনের তিন প্রস্তাব
আজকের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সর্বনিম্ন বেতনের অংক নির্ধারণ। বর্তমানে কমিশনের পর্যালোচনায় তিনটি সুনির্দিষ্ট অংক রয়েছে:
সবচেয়ে জোরালো প্রস্তাব: ২১,০০০ টাকা
মধ্যম প্রস্তাব: ১৭,০০০ টাকা
অন্যতম বিকল্প: ১৬,০০০ টাকা
আজকের বৈঠকে এই তিনটির মধ্যে যেকোনো একটির ওপর চূড়ান্ত সিলমোহর পড়তে পারে বলে আভাস পাওয়া গেছে।
কেবল সংখ্যা নয়, গুরুত্ব পাচ্ছে জীবনযাত্রার বাস্তবতা
কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এবারের সুপারিশমালা কেবল গাণিতিক হিসাবের ওপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে না। বর্তমান বাজারের উচ্চ মূল্যস্ফীতি, সন্তানদের পড়াশোনার খরচ এবং আবাসন সংকটের মতো বাস্তব চ্যালেঞ্জগুলোকে প্রধান সূচক হিসেবে বিবেচনায় নেওয়া হয়েছে। বেতন ছাড়াও বাড়িভাড়া, চিকিৎসা সেবা, উৎসব ভাতা ও পেনশনের মতো স্পর্শকাতর বিষয়গুলোতে সদস্যদের মধ্যে ঐক্যমত তৈরির চেষ্টা চলছে।
অনিশ্চয়তা ও মহার্ঘ ভাতার সুরক্ষা
যদিও সম্প্রতি জানা গিয়েছিল যে, অন্তর্বর্তী সরকার এখনই পে স্কেল ঘোষণার সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটেছে, তবে এতে বিচলিত হওয়ার কারণ নেই বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পে স্কেল ঘোষণা নিয়ে সময়ক্ষেপণ হলেও বিদ্যমান নিয়ম অনুযায়ী সরকারি কর্মচারীরা নিয়মিত মহার্ঘ ভাতা পেয়ে যাবেন, যা তাদের সাময়িক আর্থিক স্বস্তি দেবে।
মেয়াদ ফুরানোর আগেই চূড়ান্ত প্রতিবেদনের প্রস্তুতি
২০২৫ সালের জুলাই মাসে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন যাত্রা শুরু করে। চলতি ফেব্রুয়ারি মাসেই কমিশনের নির্ধারিত মেয়াদ শেষ হতে যাচ্ছে। ফলে সময়সীমা শেষ হওয়ার আগেই একটি পূর্ণাঙ্গ এবং কার্যকর বেতন কাঠামো সরকারের কাছে জমা দিতে তৎপর রয়েছেন কমিশনের সদস্যরা। আজকের বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে দেশের লাখ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভবিষ্যৎ আর্থিক সচ্ছলতা।
সোহেল/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- ১৪ ব্রোকার হাউজ ও মার্চেন্ট ব্যাংককে সুখবর দিল বিএসইসি
- বিএসসিতে ৫৪ বছরের রেকর্ড মুনাফা: বিএসসিকে নতুন লক্ষ্য দিলেন ইউনূস
- মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা: কোন গ্রেডে কত বেতন বাড়ছে?
- বড় লাভের আশায় শেয়ার ছাড়ছেন না বিনিয়োগকারীরা: ডিএসইতে সূচকের জয়যাত্রা
- বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটালো ৪ কোম্পানির শেয়ার
- ভারত বনাম বাংলাদেশ: গোলের বন্যা, শেষ ৮ গোলের রোমাঞ্চকর ম্যাচ, জানুন ফলাফল
- ভালো কোম্পানিকে পুঁজিবাজারে ফেরাতে বিএসইসির নতুন আইপিও রুলস
- চলছে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ: প্রথমার্ধে ৪ গোল, খেলাটি সরাসরি দেখুন Live
- বিশ্বকাপে ভারত সফরে অনড় আপত্তি বিসিবির, আইসিসির সঙ্গে বৈঠকে কি হলো?
- শেয়ারবাজারে আজ সূচকের চমক, বিক্রেতা সংকটে হল্টেড ৮ কোম্পানি
- আজ ভারত বনাম নিউজিল্যান্ড ২য় ওয়ানডে ম্যাচ:সরাসরি Liveদেখবেন যেভাবে
- আজকের সোনার দাম: (বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬)
- মার্কেট মুভারে বড় রদবদল: লেনদেনের শীর্ষে নতুন ৪ কোম্পানি, সূচক ঊর্ধ্বমুখী
- আজ ডিএসইতে হল্টেড ১০ কোম্পানি
- নতুন রেকর্ড: সর্বকালের সর্বোচ্চ দামে সোনা-রুপা