ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

৫, ৫, ৪, ৫, ৫ : শেষ ৫ ইনিংসে ২৪ উইকেট পেল হাসান আলি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ০৯ ২০:৪৩:০৬
৫, ৫, ৪, ৫, ৫ : শেষ ৫ ইনিংসে ২৪ উইকেট পেল হাসান আলি

পাকিস্তানের ৮ উইকেটে ৫১০ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৪ উইকেটের বিনিময়ে ৫২ রান তোলে। তার পর থেকে ব্যাট করতে নেমে তৃতীয় দিনে জিম্বাবোয়ে অল-আউট হয়ে যায় ১৩২ রানে।

চাকাবভা ৩৩, তিরিপানো ২৩, লিউক ১৯ ও রিচার্ড অপরাজিত ১৫ রান করেন। হাসান আলি ২৭ রানের বিনিময়ে ৫ উইকেট নেন। টেস্ট কেরিয়ারে এটিই হাসানের সেরা বোলিং পারফর্ম্যান্স। এছাড়া সাজিদ খান নেন ২টি উইকেট। শাহিন আফ্রিদি ও অভিষেককারী তাবিশ খান ১টি করে উইকেট দখল করেন। হাসান আলি চলতি সিরিজে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে ৫ উইকেট নিলেন। প্রথম টেস্টের দুই ইনিংসে যথাক্রমে ৪টি ও ৫টি উইকেট নেন তিনি।

সুতরাং জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩টি ইনিংসের বল করে তিনি ১৪টি উইকেট দখল করেন। শেষ তিনটি টেস্টে হাসান এই নিয়ে ২৪টি উইকেট সংগ্রহ করেলন। কেননা তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রাওয়ালপিন্ডি টেস্টের দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছিলেন হাসান। প্রথম ইনিংসের নিরিখে ৩৭৮ রানে এগিয়ে থেকে জিম্বাবোয়েকে পুনরায় ব্যাট করার আমন্ত্রণ জানায় পাকিস্তান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ