ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

Zakaria Islam

Senior Reporter

টপ আটের বাইরে বাংলাদেশ, ২০২৭ বিশ্বকাপে কঠিন সমীকরণ সামনে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ মে ০৭ ০০:৩০:১২
টপ আটের বাইরে বাংলাদেশ, ২০২৭ বিশ্বকাপে কঠিন সমীকরণ সামনে

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি অংশগ্রহণ এখন প্রশ্নবিদ্ধ। আইসিসি নির্ধারিত ফরম্যাট অনুযায়ী আসন্ন বিশ্বকাপে ১৪টি দল অংশ নেবে, যার মধ্যে টপ র‍্যাংকিংয়ের ৮টি দল এবং স্বাগতিক দুই দেশ—দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে—সরাসরি সুযোগ পাবে। বাকি চারটি দলকে আসতে হবে কঠিন বাছাইপর্ব পেরিয়ে।

তবে চ্যালেঞ্জটা ঠিক এখানেই। ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশ এখন ১০ নম্বরে অবস্থান করছে। টপ এইটে ঢোকার জন্য যে ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন, তার ছিটেফোঁটাও নেই টাইগারদের সাম্প্রতিক খেলায়।

একসময় এশিয়ার দ্বিতীয় সেরা দল, এখন টপ টেনেই শঙ্কা

একসময় এই দলই ছিল এশিয়ার সেকেন্ড বেস্ট ওয়ানডে টিম। এশিয়া কাপে তিনটি ফাইনালে খেলেছিল, ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালিস্ট ছিল, ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল। অথচ এখন, সেই গর্বিত বাংলাদেশ দল মাত্র ১২.৫% জয়ের রেশিও নিয়ে এগোচ্ছে।

আরও পড়ুন:ক্রিকেটে অবিশ্বাস্য রেকর্ড: ‘০’ রানে ১০ উইকেট শিকার, ১০টিই বোল্ড!

গত এক বছরে খেলা আটটি ওয়ানডে ম্যাচের সাতটিতেই পরাজয়, জয় কেবল একটিতে। এই পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, টাইগারদের অবস্থান কতটা নাজুক।

২০২৭ বিশ্বকাপে কে কিভাবে যাবে?

২০২৭ সালের মার্চের ৩১ তারিখ পর্যন্ত ওয়ানডে র‍্যাংকিং বিবেচনায় থাকবে। সেই সময় যে আটটি দল টপ র‍্যাংকিংয়ে থাকবে, তারা সরাসরি অংশগ্রহণ করবে। এছাড়া স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে নিশ্চিতভাবে খেলবে। অর্থাৎ র‍্যাংকিংয়ের ৮ দল + ২ হোস্ট = ১০ দল নিশ্চিত।

বাকি ৪টি দল আসবে কোয়ালিফায়ার পেরিয়ে। আর এই কোয়ালিফায়ার কিন্তু আগের মতো সহজ হবে না। থাকবে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, কানাডা, নেপাল, নামিবিয়া, ওমান, এমনকি যুক্তরাষ্ট্রের মতো উন্নত দল, যারা এর আগেও বাংলাদেশকে হারিয়ে দিয়েছে।

র‌্যাংকিংয়ে বাংলাদেশ কার অবস্থানে?

বর্তমানে বাংলাদেশের ওপরে রয়েছে—

১. ভারত

২. অস্ট্রেলিয়া

৩. ইংল্যান্ড

৪. পাকিস্তান

৫. দক্ষিণ আফ্রিকা

৬. শ্রীলঙ্কা

৭. ওয়েস্ট ইন্ডিজ

৮. আফগানিস্তান

৯. (কখনো কখনো বাংলাদেশ ৯-এ থাকলেও এখন ১০-এ)

দক্ষিণ আফ্রিকা যেহেতু হোস্ট হিসেবে সরাসরি খেলবে, সেক্ষেত্রে র‍্যাংকিংয়ে তাদের বাদ দিলে বাংলাদেশ হয়তো ৯ নম্বরে আসতে পারে। কিন্তু সেটা কোনো স্বস্তির খবর নয়, কারণ যদি জিম্বাবুয়ে টপ এইটে উঠে আসে, তাহলে আবারও বাংলাদেশ বাইরে চলে যাবে। সেক্ষেত্রে বাছাই পর্ব খেলতে হবে বাংলাদেশকে।

ক্রিকেট কাঠামোয় রাজনৈতিক আগ্রাসন?

বাংলাদেশ ক্রিকেটের পতনের অন্যতম কারণ হিসেবে বোর্ডের অভ্যন্তরীণ রাজনীতি, স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব, ও ক্রিকেট উন্নয়ন পরিকল্পনার অভাবকে দায়ী করা হচ্ছে।

সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের অধীনে গত এক বছরে দলের জয় মাত্র ১২.৫% ম্যাচে। অথচ বিপুল অঙ্কের বাজেট, বিপিএল-এর মতো লিগ, ও নানা সুবিধা থাকার পরও বাংলাদেশ ক্রিকেট কাঠামো যে কতটা ভঙ্গুর, তা এখন চোখে আঙুল দিয়ে দেখা যাচ্ছে।

শুধু খেলোয়াড় নয়, কাঠামোর দিকেও নজর দিতে হবে

বাংলাদেশ যদি কোয়ালিফায়ারে যেতে বাধ্য হয়, তাহলে কোনো দলই সহজ প্রতিপক্ষ হবে না। স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস বা নামিবিয়ার মতো দল যে কোনো দিন ম্যাচ ছিনিয়ে নিতে পারে।

এখন সময় এসেছে ক্রিকেট উন্নয়নে সত্যিকারের পরিকল্পনা করার, বোর্ডের রাজনীতি বাদ দিয়ে জাতীয় দলের কাঠামো ও পারফরম্যান্সে মনোযোগ দেওয়া। নইলে ২০২৭ নয়, সামনের আরও অনেক বিশ্বকাপই শুধু “দর্শক” হয়ে দেখতে হবে টাইগারদের।

FAQ (প্রশ্ন ও উত্তর এক লাইনে):

প্রশ্ন: বাংলাদেশ কি ২০২৭ বিশ্বকাপে খেলবে?

উত্তর: র‍্যাঙ্কিংয়ে উন্নতি না করলে কোয়ালিফায়ারের মাধ্যমে খেলতে হতে পারে।

প্রশ্ন: বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের কী দরকার?

উত্তর: আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে শীর্ষ আটে থাকতে হবে।

প্রশ্ন: এখন বাংলাদেশের র‍্যাঙ্ক কত?

উত্তর: বর্তমানে বাংলাদেশ আটের নিচে, যা সরাসরি সুযোগকে অনিশ্চিত করছে আর্থ্যাৎ ১০ এ।

জাকারিয়া ইসলাম/

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ