ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ব্রেকিং নিউজ: তামিম মাহমুদউল্লাহর পরিবর্তে তিন ফরম্যাটে নতুন অধিনায়ক সাকিব

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ১২ ১০:৪১:৪৩
ব্রেকিং নিউজ: তামিম মাহমুদউল্লাহর পরিবর্তে তিন ফরম্যাটে নতুন অধিনায়ক সাকিব

বাংলাদেশ দলে বর্তমানে ওয়ানডে ফরম্যাটে অধিনায়কের দায়িত্ব পালন করছেন তামিম ইকবাল। টি-২০ ফরম্যাটে সাকিবের নিষেধাজ্ঞার সময় থেকে অধিনায়ক হিসেবে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আগেও অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে রিয়াদের। অন্যদিকে লঙ্গার ভার্সনে টাইগারদের নেতৃত্ব তুলে দেয়া হয়েছে মুমিনুল হকের হাতে। টাইগারদের তিন ফরম্যাটে তিনজন অধিনায়ক থাকলেও অলরাউন্ডার সাকিব আল হাসান মনে করেন সব ফরম্যাটেই অধিনায়কের দায়িত্ব একজনকে সামাল দেয়াই দলের জন্য ভালো।

সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন অধিনায়ক কাকে বানানো হবে সেটা বোর্ডের সিদ্ধান্ত হলেও তিন ফরম্যাটে এক অধিনায়কই বেস্ট অপশন। সাকিবের ভাষ্য,

‘’এটা একান্তই আমার ব্যক্তিগত মত। সিদ্ধান্তটা আসলে বিসিবির। যারা বোর্ডের নীতি নির্ধারক আছেন, অধিনায়ক মনোয়ন করা যাদের কাজ এবং নির্বাচক আছেন তারা সবাই মিলে অধিনায়ক ঠিক করেন এবং ঠিক করবেন। তবে আমার কাছে মনে হয়, সব দিক থেকে বাংলাদেশের জন্য এক অধিনায়কই বেস্ট অপশন।‘’

বর্তমানে যারা তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিচ্ছেন তাদেরকে সফল বলেই মানছেন সাকিব। তবে সময়ের সাথে হয়তো আবারও অধিনায়কত্ব দেয়া হতে পারে সাকিবকে। যদি তিন ফরম্যাটেই তাকে অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয় তাহলে তিনি কি করবেন? এমন প্রশ্নের জবাবে সাকিব জানালেন যদি সবকিছু মনের মত হয় তাহলে অধিনায়কত্ব করতে আপত্তি নেই তার।

সাকিব বলেন,

‘’এটা তো অবশ্যই নির্ভর করবে পরিবেশ-পরিস্থিতির ওপর। অবশ্যই যদি আমাকে বলা হয় এবং আমার মত যদি সব ঠিক থাকে; মানে আমি যেভাবে চাই, তা যদি হয়, তাহলে অবশ্যই আমি ইন্টারেস্টেড থাকব। তবে এগুলো অনেক পরের বিষয়। এখন যারা অধিনায়ক আছেন, তারা সবাই ভালো করছেন। তাদের আরও ভালো করার সুযোগ আছে। কাজেই ওই জায়গা থেকে কিছু নিয়ে নিচ্ছি না। তবে বাংলাদেশের ক্রিকেটের মঙ্গল ও কল্যাণের কথা চিন্তা করে বলছি, এক অধিনায়ক থাকাই উত্তম।‘’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ