ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

২য় ওয়ানডে ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে যাকে রাখবে সরাসরি জানালেন পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৪ ১০:৫৫:২৮
২য় ওয়ানডে ম্যাচে তামিমের ওপেনিং পার্টনার হিসেবে যাকে রাখবে সরাসরি জানালেন পাপন

তামিম ইকবালের ওপেনিং পার্টনার হিসেবে বেছে নেয়া হয়েছে লিটন দাসকে। তবে ওয়ানডে ফরম্যাট কিংবা টেস্ট ফরম্যাটে লিটন টপ অর্ডার ব্যাটসম্যান এমন কথা মানতে নারাজ বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন।

রবিবার (২৯ মে) গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন জানিয়েছেন টি-২০ ফরম্যাটের জন্য টপ অর্ডারে লিটন ভালো করলেও অন্য ফরম্যাটে মিডল অর্ডারেই ভালো করবেন তিনি।

পাপনের ভাষ্য,

‘’আমার ব্যক্তিগত মতামত ও সবসময় পাঁচ কিংবা ছয় নম্বরে পজিশনের ব্যাটসম্যান। এটা আমার ধারণা। টি-টোয়েন্টিতে ওপেন করতে পারে কিন্তু এমনিতেই নিচের দিকের ব্যাটসম্যান মনে হয় (আমার ধারণা)। কিন্তু এগুলো নিয়ে ওদের সঙ্গে বসতে হবে। উপর থেকে চাপিয়ে দেওয়াটা আর চাচ্ছি না। আমার ধারণা এসব সমস্যার সমাধান হয়ে যাবে দ্রুতই।‘’

অন্যদিকে দলে থাকা আরও অধারাবাহিক ব্যাটসম্যান দুইজন হলেন মোহাম্মদ মিঠুন ও সৌম্য সরকার। প্রতিনিয়ত বাজে ব্যাটিংয়ের কারনে তাদেরকে নিয়ে সমালোচনা হলেও বিসিবি প্রেসিডেন্ট সাফাই গাইলেন তাদের পক্ষেই।

পাপন আরও বুলেন,“আমার ভাবনাটা আপনারা বাইরে যা বলেন সেটির সঙ্গে পুরোপুরি একমত। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে লিটন দাস, সৌম্য সরকার, মিঠুন তিনজনই আমাদের ভালো প্লেয়ার। তাঁরা সামর্থ্য নিয়ে কোন সন্দেহ নেই। অনেকের অনেক সময় বাজে সময় যায়। আপনি যদি শ্রীলঙ্কা দলের দিকে তাকান… আপনারা কী ভাবেন জানি না তবে তাঁদের সঙ্গে কথা বলে জেনেছি বিশ্বকাপের জন্য এটাই তাঁদের সম্ভাব্য সেরা দল। আপনারা হয়ত এই দলটাকে পাত্তাই দিচ্ছেন না কিন্তু ওরা বলছে এটিই তাঁদের সম্ভাব্য সেরা দল।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ