ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

ব্যর্থ লিটন মিঠুন দ্বিতীয় ওয়ানডের আগে নতুন সিদ্ধান্ত জানালো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৪ ১১:২৮:০৩
ব্যর্থ লিটন মিঠুন দ্বিতীয় ওয়ানডের আগে নতুন সিদ্ধান্ত জানালো বিসিবি

তামিম ইকবালের ওপেনিং পার্টনার লিটন দাস টানা ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন চলতি বছরে। সর্বশেষ খেলা ৭ ওয়ানডে মাচে লিটন দাসের সর্বোচ্চ রানের ইনিংস হচ্ছে ২২ রানের। ঘরের মাঠ কিংবা বাইরে, সবখানেই যেন নিজেকে হারিয়ে খুঁজছেন তিনি। ফলে টপ অর্ডার থেকে নিচের সারিতে ব্যাটিং করানো হতে পারে লিটনকে। যার ইঙ্গিত মিলেছে বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের কথাতেও।

লিটনকে ৫ কিংবা ছয় নম্বরে ব্যাটিং করানো হলে ওপেনিংয়ে ফিরতে পারেন সৌম্য সরকার। তিন নম্বরে সাকিব আল হাসানের জায়গাটা পাকা রয়েছে। সেই সাথে পরের পজিশনে থাকছেন মুশফিকুর রহিম তাও নিশ্চিত।

প্রথম ম্যাচে পাঁচ নম্বরে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুন ফিরেছেন গোল্ডেন ডাক নিয়ে। টানা ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা মিঠুনকে হয়তো ছাটাই করা হতে পারে দ্বিতীয় ম্যাচের একাদশ থেকে।

ছয় ও সাত নম্বর পজিশনে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে আরেক তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুবকে দেখা যেতে পারে। এছাড়া পরের অবস্থানগুলোতে থাকতে পারেন মেহেদি হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফুদ্দিন।

বোলিং বিভাগে তিন পেসার নিয়ে আবারও মাঠে নামতে পারে বাংলাদেশ দল। যদিও প্রথম ম্যাচে তাসকিন আহমেদ খাপছাড়া বোলিং করেছেন, তবুও তাকে রাখা হতে পারে পরের ম্যাচের একাদশে।

এছাড়া মুস্তাফিজুর রহমান ও সাইফুদ্দিনের সাথে স্পিন বিভাগে সাকিব আল হাসানের সাথে থাকছেন মেহেদি হাসান মিরাজ। যদি বাড়তি বোলার ব্যবহার করতে হয় তাহলে মাহমুদউল্লাহ রিয়াদ আর আফিফ হোসেন তো আছেনই।

এক নজরে দেখে নেয়া যাক শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে সম্ভাব্য সেরা একাদশ

তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ