ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মুরালীকে পেছনে ফেলে বিশ্বসেরা হলেন মুস্তাফিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৪ ১২:০৪:৪২
মুরালীকে পেছনে ফেলে বিশ্বসেরা হলেন মুস্তাফিজ

যেকারণে মোস্তাফিজকে বাহাতি মুরালিধরনের উপাধিও দিয়েছিলেন তিনি। পরবর্তীতে রাজস্থান রয়্যালসও মুরালিধরনের জন্মদিনে মোস্তাফিজের সাথে মিল রেখে ছবি আপলোড করে শুভেচ্ছা জানিয়েছিল

এবার সেই ডানহাতি মুত্তিয়া মুরালিধরনকেই ছাড়িয়ে নতুন এক রেকর্ড গড়লেন বাংলাদেশের বাহাতি মুত্তিয়া মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে আজ প্রথম ওয়ানডেতে ৩ উইকেট নেন মোস্তাফিজ। এরই সাথে ঘরের মাঠে ওয়ানডেতে ৫০ উইকেট পূর্ণ করেন তিনি। মাত্র ২৫ খেলেই এই মাইলফলক স্পর্শ করেন দ্য ফিজ।

এরই সাথে দেশের মাঠে কমপক্ষে ৫০ টি উইকেট নিয়েছেন এমন বোলারদের মধ্যে গড়ের দিক থেকে বিশ্বের সবথেকে সেরা বোলার হিসেবে নিজেকে প্রমাণিত করেন তিনি। আর এই রেকর্ডে ছাড়িয়ে যান শীর্ষে থাকা মুত্তিয়া মুরালিধরনকে।

শীর্ষে থাকা মুস্তাফিজুর রহমান এর গড় ১৫.১, দ্বিতীয় অবস্থানে থাকা মুরালিধরন এর গড় ১৭.৭, মুরালির এই কীর্তি তিনি করেছেন আরব আমিরাতে। তৃতীয় ও চতুর্থ অবস্থানে থাকা দুইজনের গড় ১৮.২ ও ১৮.৬। এই দুইজনই এই গড় করেছেন অস্ট্রেলিয়ার মাঠে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ