ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

শ্রীলংকার বিপক্ষে মুস্তাফিজের বোলিংয়ের পর তাকে নিয়ে যা লিখলো রাজস্থান রয়েলস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৪ ১২:৪১:০৩
শ্রীলংকার বিপক্ষে মুস্তাফিজের বোলিংয়ের পর তাকে নিয়ে যা লিখলো রাজস্থান রয়েলস

গতকাল সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে ৩৩ রানে জয়লাভ করেছে বাংলাদেশ। এই ম্যাচে বল হাতে দুর্দান্ত বোলিং করেছেন ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। ৯ ওভারে মাত্র ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। কাটার মাস্টারের এমন দুর্দান্ত বোলিংয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে আইপিএলের দল রাজস্থান রয়্যালস।

সামাজিক যোগাযোগ মাধ্যমে মোস্তাফিজুর রহমানের একটি ছবি আপলোড করেছে রজস্থান রয়ালস। বাংলাদেশ ৩৩ রানে জিতেছে- এমনটিও লেখা হয়েছে ক্যাপশনে। হ্যাশট্যাগ দিয়ে লিখা হয়েছে ‘রয়্যালস ফ্যামিলি’।

আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন মোস্তাফিজুর রহমান। স্থগিত হয়ে যাওয়ার আগে রাজস্থান রয়েলসের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন মুস্তাফিজ। পাওয়ার প্লে ও স্লগ ওভারে বোলিং করেও ওভারপ্রতি রান দিয়েছেন ৮ দশমিক ২৯ করে। সেই সাথে সাত ম্যাচে তুলে নিয়েছেন ৮ টি উইকেট।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ