ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সাকিবকে বাদ দিয়ে বেন স্টোকসকে সময়ের সেরা অলরাউন্ডার ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৫ ১১:৩৮:৩৫
সাকিবকে বাদ দিয়ে বেন স্টোকসকে সময়ের সেরা অলরাউন্ডার ঘোষণা

কিন্তু নিউজিল্যান্ডের সর্বকালের সেরা অলরাউন্ডার রিচার্ড হ্যাডলি এই সাকিবকে রাখলেন রবীন্দ্র জাদেজা, মঈন আলি, জেসন হোল্ডারদের কাতারে। তার চোখে বরং এই সময়ের সেরা অলরাউন্ডার তিন ফরমেটে একটিতেও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে না থাকা বেন স্টোকসই।

‘টাইমস অব ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যাডলি বলেন, ‘এই সময়ের অলরাউন্ডারদের যখন দেখি, বেন স্টোকসই এক নম্বর হিসেবে ফুটে উঠে। সে লড়াকু, দারুণ ব্যাটসম্যান,

কার্যকর বোলার এবং এমন একজন, যে কিনা একাই ইংল্যান্ডকে ম্যাচ জিতিয়েছে। রবীন্দ্র জাদেজা, সাকিব আল হাসান, কলিন ডি গ্র্যান্ডহোম, মঈন আলি, ক্রিস ওকস, জেসন হোল্ডার- তারাও নিজেদের সামর্থ্য দিয়েই যোগ্য।’

আইসিসি র‌্যাঙ্কিংয়ে বেন স্টোকস টেস্ট এবং ওয়ানডে দুই ফরমেটেই আছেন দুই নম্বরে। টি-টোয়েন্টিতে অবশ্য সেরা দশের মধ্যেও নেই ইংলিশ এই অলরাউন্ডার।

অন্যদিকে সাকিব টেস্টে পাঁচ, ওয়ানডেতে এক আর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আছেন দুই নম্বরে। টেস্টে এক নম্বরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার আর টি-টোয়েন্টিতে আফগানিস্তানের মোহাম্মদ নবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ