ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৫ ১৫:১৪:২৭
মুশফিক-মাহমুদউল্লাহর ব্যাটেই ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ

দ্বিতীয় ওয়ানডেতেও দলের বিপদের মুহূর্তে হাল ধরেছেন সেই মুশফিক। সঙ্গে গত ম্যাচের সেঞ্চুরি জুটির সঙ্গী ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ। ৭৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে এখন পর্যন্ত তারা ৯ ওভার কাটিয়ে অবিচ্ছিন্ন আছেন ৩২ রানে।

মুশফিক আছেন হাফসেঞ্চুরির দোরগোড়ায় (৪৭ অপরাজিত), মাহমুদউল্লাহ ২৭ রানে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৮.১ ওভার শেষে ৪ উইকেটে ১২৭ রান।

মিরপুরে টস জিতে ব্যাটিং করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। ১৫ রানের মধ্যে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান তামিম ইকবাল আর সাকিব আল হাসান সাজঘরের পথ ধরেন।

অথচ ইনিংসের প্রথম ওভারে ইসুরু উদানাকে তিন বাউন্ডারি হাঁকিয়ে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন তামিম। কিন্তু দুশমন্ত চামিরার পরের ওভারে জোড়া উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ওভারের প্রথম বলেই দারুণ এক ইনসুইঙ্গারে তামিমকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন চামিরা। আম্পায়ার প্রথমে আউট দেননি। শ্রীলঙ্কা রিভিউ নিয়ে নেয়, তাতেই বাজিমাত। বাংলাদেশ অধিনায়ক ফেরেন ৬ বলে ১৩ রানের ইনিংস খেলে।

ওই ওভারেরই চতুর্থ বলে চামিরার আরেকটি ইনসুঙ্গারে পরাস্ত হন সাকিব আল হাসান। এবার আম্পায়ার সঙ্গে সঙ্গেই আঙুল তুলে দেন, আউট বুঝতে পেরে রিভিউ নেননি সাকিব (০)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ