ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

এইমাত্র পাওয়া : সাইফুদ্দিনদের সর্বশেষ অবস্থা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৫ ২০:৩১:৫২
এইমাত্র পাওয়া : সাইফুদ্দিনদের সর্বশেষ অবস্থা

চামিরার করা ৪৭তম ওভারের চতুর্থ বলটা ছিল শরীরমুখী বাউন্সার। তাতে হুক করতে গিয়ে ব্যাটে নিতে পারেননি সাইফুদ্দিন। বল তার হেলমেটে আঘাত লেগে যায় পয়েন্টে দাঁড়ানো ফিল্ডারের কাছে। প্রান্ত বদল করতে গিয়ে ওই বলে তিনি রান আউট হয়ে যান ৩০ বলে ১১ রান করে।

ম্যাচে বল করা ঝুঁকিমূলক হওয়ায় পরে তাকে দেওয়া হয়েছে বিশ্রাম। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট জানিয়েছে, হাসপাতালে নিয়ে স্ক্যান করা হয়েছে সাইফুদ্দিনের মাথা। তার পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।রাজধানী এভারকেয়ার হাসপাতালে সাইফউদ্দিনকে স্ক্যান করাতে নেয়ার খবরে দেখা দেয় শঙ্কা, তাহলে কী গুরুতর আঘাত পেয়েছেন এ পেস বোলিং অলরাউন্ডার? দীর্ঘসময়ের জন্য বাইরে থাকতে হবে? এ সব প্রশ্নের উত্তরের জন্য অপেক্ষা ছিল সিটি স্ক্যান রিপোর্ট হাতে পাওয়ার।

শ্রীলঙ্কার ব্যাটিং ইনিংসের ১৫ ওভার শেষ হতেই চলে আসে স্ক্যান রিপোর্ট। সে ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী জানিয়েছেন, শঙ্কার কিছু নেই। তবে পুরোপুরি নিশ্চিত হতে পর্যবেক্ষণে রাখা হয়েছে সাইফউদ্দিনকে।

দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমরা সতর্কতাস্বরুপ স্ক্যান করাতে এভারকেয়ার হাসপাতালে পাঠিয়েছিলাম সাইফউদ্দিনকে। স্ক্যান রিপোর্ট ভালো। কোনো জটিলতা নেই। তবু আমরা পুরোপুরি নিশ্চিন্ত হওয়ার জন্য নিউরোলজিস্টের সঙ্গে কথা বলবো। আপাতত পর্যবেক্ষণে থাকবে সাইফউদ্দিন।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ