ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যে কারনে এই সেঞ্চুরিটা মুশফিকের কাছে বেশি ‘স্পেশাল’

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৬ ১১:১৮:৫৮
যে কারনে এই সেঞ্চুরিটা মুশফিকের কাছে বেশি ‘স্পেশাল’

এর আগে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে মুশফিক শতক হাঁকিয়েছেন ৭টি। অষ্টম শতক কেন বিশেষ জায়গা করে নিল, সেই কারণও খোলাসা করেছেন। এর আগে শ্রীলঙ্কার বিপক্ষে ৮টি ওয়ানডে সিরিজ খেলে ৬টি হেরেছে টাইগাররা, ড্র হয়েছে দুটি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে প্রথম সিরিজ জয় এসেছে মুশফিকের ১২৫ রানের ঝলমলে ইনিংস ধরেই।

মুশফিকের কাছে তাই বিশেষ স্থান করে রইল মঙ্গলবারের (২৫ মে) এই ইনিংস। তিনি বলেন, ‘শতক তো একটা মাইলফলক বলতে পারেন, কিন্তু এটা একটা ব্যক্তিগত অর্জন। দিনশেষে দল জিতল কি না সেটা মূল ব্যাপার। শতক করেও নাও জিততে পারতাম।

আমার মূল লক্ষ্য ছিল ৫০ ওভার যেন ব্যাট করতে পারি, যত রানই হোক ফাইট করতে পারি। ২৬০ রান ভালো সংগ্রহ ছিল। মানসিকভাবে প্রস্তুত ছিলাম।’

‘এটা শুধুই আরেকটি সেঞ্চুরি। দল জিতলে প্রত্যেক সেঞ্চুরিই স্পেশাল। এটা আরও বেশি স্পেশাল কারণ শ্রীলঙ্কার বিপক্ষে কখনই সিরিজ জিততে পারিনি। সেঞ্চুরির জন্য সিরিজ জিততে পেরেছি। এটা সামনের দিনে আমাকে আরও ভালো করার প্রেরণা দিবে।’

ব্যাট হাতে মুশফিক বাংলাদেশের সবচেয়ে ধারাবাহিকদের একজন। পরিতৃপ্তি তাই নতুন কোনো স্বাদ নয় তার জন্য। ম্যাচ শেষে কথা বলেছেন প্রিয় শট রিভার্স সুইপ নিয়েও। আগের ম্যাচে রিভার্স সুইপ করতে গিয়েই আউট হয়েছিলেন ৮৪ রানে। তবে এ নিয়ে নেই কোনো আক্ষেপ।

তিনি বলেন, ‘ব্যাটিংয়ের স্বস্তি বলতে… আলহামদুলিল্লাহ ভালো লেগেছে অবশ্যই। তবে ১১ বল হাতে ছিল। ক্লোজ গেমে এই ১১ বলেই ১০-২০ রান করা যায়। তাই আমার ব্যাটিংয়ে উন্নতি করার জায়গা আছে। রিভার্স সুইপ আমার অন্যতম প্রিয় শট।

এরকম পরিস্থিতি আসেনি, আসলে অবশ্যই আবারও খেলবো। তৃতীয় ম্যাচে এমন পরিস্থিতি আসলে আমি একটা না, আরও চার-পাঁচটা খেলতে পারব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ