ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন মালিক ও আমির

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৬ ১৩:৪৮:০৭
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে দল পেলেন মালিক ও আমির

আগামী ২৮ আগাস্ট থেকে মাঠে গড়াবে সিপিএলের এবারের আসর। টুর্নামেন্টের নবম আসরটি পুরোটাই হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। সব মিলিয়ে এবারের মৌসুমে খেলা হবে ৩৩টি ম্যাচ। আর সেখানেই দুইবারের শিরোপাজয়ী বার্বাডোসের হয়ে খেলবেন আমির। টুইটারে বিষয়টি নিশ্চিত করেছে সিপিএল কর্তৃপক্ষ।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) না খেললেও বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলার অভিজ্ঞতা রয়েছে অভিজ্ঞ এই পেসারের। যেখানে ওভারপ্রতি সাতের একটু বেশি রান দিয়ে ১৯০ ম্যাচে নিয়েছেন ২২০ উইকেট।

আমির ছাড়াও পাকিস্তান থেকে এবারের আসরে খেলতে দেখা যাবে শোয়েব মালিককে। অভিজ্ঞ এই অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ২০১৯ মৌসুমে দলটির হয়ে খেলেছিলেন তিনি। যেখানে গায়ানার টানা ১১ জয়ে বড় অবদান রেখেছিলেন মালিক।

এদিকে সিপিএলের এবারের আসরে দল পেয়েছেন নেপালের লেগ স্পিনার সন্দীপ লামিচানে। যেখানে তাঁকে দলে নিয়েছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এর আগে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস, বার্বাডোস ও জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন তিনি। এ ছাড়া আইপিএল, বিপিএল ও বিগ ব্যাশের মতো টুর্নামেন্টের খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ