ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

১ জনকে বাদ দিয়ে বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৬ ২০:২২:৪০
১ জনকে বাদ দিয়ে বাংলাদেশ দল ঘোষণা করলো বিসিবি

গত দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ বুধবার বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ১৫ সদস্যের সঙ্গে যোগ হয়েছেন ব্যাটসম্যান নাঈম শেখ।

গত দুই ম্যাচের জন্য ঘোষিত দলের সঙ্গে ছিল চার জন স্ট্যান্ডবাই খেলোয়াড়। সেখানে ছিলেন নাঈম শেখসহ তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম ও আমিনুল ইসলাম বিপ্লব।

ধারণা করা হচ্ছে সিরিজের শেষ ম্যাচে তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে ব্যাট করতে দেখা যাবে নাঈম শেখকে। এর কারণ অবশ্য লিটন দাসের গত দুই ম্যাচে বাজে পারফর্ম।

প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফেরার পর দ্বিতীয় ম্যাচে দারুণ শুরুর পরও ২৫ রান করে ফেরেন সাজঘরে।

তৃতীয় ওয়ানডের বাংলাদেশ দল: তামিম ইকবাল (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদি হাসান ও শরিফুল ইসলাম।

স্ট্যান্ডবাই: তাইজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিনুল ইসলাম বিপ্লব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ