ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

বাংলাদেশকে অপমান করে যা বললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়াসুরিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৭ ১০:৫৫:২৭
বাংলাদেশকে অপমান করে যা বললেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার জয়াসুরিয়া

তামিম বাহিনীর বিপক্ষে নিজে দেশের এমন নতজানু পারফরম্যান্সকে লজ্জাজনক হিসেবে দেখছেন বিশ্বকাপজয়ী এ তারকা অলরাউন্ডার।

এ নিয়ে টুইটবার্তায় শ্রীলংকার বতর্মান দলকে সতর্কবার্তা দিয়েছেন তিনি।

বুধবার সিরিজ হারের পর কুশল পেরেরাদের উদ্দেশে জয়সুরিয়া লিখেছেন— ‘একজন সাবেক খেলোয়াড় ও অধিনায়ক হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেওয়া আমার পক্ষে কঠিন। জাতির সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেষ ম্যাচে লড়াই চালাও।’

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে শ্রীলংকা ঘুরে দাঁড়াবে এমনটিই প্রত্যাশা একসময়ের এই মারকুটে ওপেনারের।

প্রসঙ্গত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দুটিতে নাস্তানাবুদ হয়েছে শ্রীলংকা। প্রথম ওয়ানডেতে ৩৩ রানে জয় পায় স্বাগতিক বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে বৃষ্টি আইনে ১০৩ রানে জিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের যা প্রথম সিরিজ জয়। এই জয়ের সুবাদে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেছেন টাইগাররা।

শুক্রবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হবে শ্রীলংকা। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বেলা ১টায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ