ঢাকা, বুধবার, ৭ মে ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

যে ভাবে সরাসরি ডিপিএল দেখতে পারবে দর্শকেরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৯ ১১:৫১:০৪
যে ভাবে সরাসরি ডিপিএল দেখতে পারবে দর্শকেরা

টি-টোয়েন্টি মানেই মারকাটারি ব্যাপারস্যাপার, ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণ নিয়ে দর্শকদের মাঝেও উন্মাদনা একটু বেশিই। তবে করোনার এই প্রেক্ষাপটে মাঠে বসে ডিপিএলে সাকিব-তামিমদের খেলা দেখার সুযোগ নেই, অন্যদিকে ঘরোয়া ক্রিকেটের খেলা গুলো টেলিভিশনেও দেখার সুযোগ পায় না দর্শকেরা।

দীর্ঘদিন ধরেই দাবি আসছে জাতীয় দলের পাশাপাশি ঘরোয়া টুর্নামেন্ট গুলোও যেন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়, এতে করে টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা বাড়ার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটারদেরও লাইমলাইটে উঠে আসার সুযোগ তৈরি হয়। প্রতি বছরই আশারবাণী শোনা গেলেও শেষ পর্যন্ত হতাশই হতে হয় দর্শক ও সমর্থকদের।

গত বছর থেকে সেই আক্ষেপ কিছুটা কমাচ্ছে লাইভ স্ট্রিমিং, টেলিভিশনে দেখার সুযোগ না হলেও ইউটিউব কিংবা ফেসবুক লাইভে সরাসরি ঘরোয়া ক্রিকেটের কিছু ম্যাচ দেখতে পারছেন সমর্থকেরা। তারই ধারাবাহিকতায় ডিপিএলের ম্যাচ গুলোও সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করবে বিসিবি।

ডিপিএল সরাসরি সম্প্রচার হলেও সেটা টেলিভিশনে দেখা যাবে না, এবারও ভরসা লাইভ স্ট্রিমিং। ইউটিউব লাইভে, আগের ঘরোয়া ম্যাচ গুলো দেখা গেছে পিচ ভিশনে; এবারও তাদের প্ল্যাটফর্মেই দেখা যাবে ডিপিএলের টি-টোয়েন্টি ম্যাচ গুলো।

ডিপিএল সরাসরি সম্প্রচার হওয়ার বিষয়ে গতকাল সংবাদ মাধ্যমে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, “আমি জানি না, শুনেছি লাইভ স্ট্রিমিং হওয়ার কথা। যদি টিভিতে সম্প্রচার নাও হয় এই কম সময়ের মধ্যে, তাহলে লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা নেওয়া হচ্ছে, যেটা আমি শুনেছি।”

জালাল ইউনুস নিশ্চিত না করলেও সিসিডিএমের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে, তবে তারাও জানিয়েছে টেলিভিশনে ডিপিএলের খেলা দেখতে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

২০১৯ সালে ঢাকা প্রিমিয়ার লিগের আগে প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা মাঠে গড়িয়েছিলো, সেই টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করেছিলো গাজী টেলিভিশন।

৩১ মে থেকে শুরু হবে ডিপিএল, মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ ও ৪ নম্বর মাঠে খেলা গুলো অনুষ্ঠিত হবে, দিনের প্রথম ম্যাচ সকাল ৯ টা ও দ্বিতীয় ম্যাচ দুপুর দেড়টায় মাঠে গড়াবে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ