ঢাকা, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২

নতুন করে ফিফা র‌্যাংকিং প্রকাশ ২১০ দেশের মধ্যে দেখেনিন বাংলাদেশের অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ মে ২৯ ১৯:০৬:৫৬
নতুন করে ফিফা র‌্যাংকিং প্রকাশ ২১০ দেশের মধ্যে দেখেনিন বাংলাদেশের অবস্থান

নতুন করে র‌্যাংকিং প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সর্বশেষ প্রকাশিত এই র‌্যাংকিংয়ে ২১০ দেশের মধ্যে মাত্র একটি দলের অবস্থানের উন্নতি ও একটি দলের অবনতি হয়েছে। বাকি ২০৮টি দেশ আছে আগের মতোই।

এর আগে ৭ এপ্রিল র‌্যাংকিং ঘোষণা করেছিল ফিফা। এরপর মে মাসে ঘোষিত হওয়া নতুন র‌্যাংকিংয়ের মধ্যবর্তী সময়ে পুরো বিশ্বে কেবলমাত্র একটিই ফিফা স্বীকৃত ম্যাচ হয়েছে। বাহরাইন ও ইউক্রেনের ভেতর অনুষ্ঠিত হওয়া সেই আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

সেই ড্রয়ের পর একমাত্র দল হিসেবে বাহরাইনের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে। ড্র করলেও অ'পরিবর্তিতই আছে ইউক্রেনের অবস্থান (২৪তম)। বাহরাইন ৯৯ থেকে ৯৮ নম্বরে ওঠায় তাদেরকে জায়গা ছেড়ে দিয়ে কিরগিজস্তানকে নিচে নামতে হয়েছে।

এই দুটি দেশের পরিবর্তন ছাড়া বাকিরা আছে আগের অবস্থানেই। আগের মতো ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে অবস্থান করছে বেলজিয়াম। দুইয়ে ফ্রান্স, তিনে ব্রাজিল, আট'ে আর্জেন্টিনা ও যথারীতি ১৮৪ নম্বরে আছে বাংলাদেশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ