অধিনায়কের দায়িত্ব পেয়েই নিজের লক্ষ্য ঠিক করে ফেলেছেন সাকিব

মারকুটে ওপেনার জুনায়েদ সিদ্দিকী, সিলেটের ইমতিয়াজ তান্নার উদ্বোধনী জুটির দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে আবাহনী, সোনারগাঁ ক্রিকেটার্স আর ওল্ড ডিওএইচএস দলকে পিছনে ফেলে প্রথম টি-টোয়েন্টি লিগের শিরোপা জিতেছিল মোহামেডান। সাকিব সে আসরে প্রথমবার সাদা-কালো জার্সি গায়ে যোগ দিয়েই পেয়েছিলেন শিরোপা।
তার পরেও মোহামেডানে খেলেছেন সাকিব। ২০১১ সালে ঘরের মাঠে যেবার বিশ্বকাপ হলো, সেই লিগে তামিম আর সাকিব একসঙ্গেই মোহামেডানে খেলেছেন। তারপর বেশ কয়েক বছর আর মতিঝিল ক্লাব পাড়ার ঐতিহ্যবাহী ক্লাবটিতে দেখা যায়নি সাকিবকে। বর্ষ পরিক্রমায় আবার মোহামেডানে ফিরেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।
মাঝের সময়টা মোটেই ভালো কাটেনি মোহামেডানের। সেই ২০০৯ সালে খালেদ মাসুদ পাইলটের নেতৃত্বে শেষবার প্রিমিয়ার লিগ শিরোপা জয়ের পর ঢাকাই ক্রিকেটে আর কোনো সাফল্য নেই ক্লাবটির।
শুধু সাফল্যের খরাই নয়, সঙ্গে তীব্র সাংগঠনিক সংকট লেগেই ছিল। অর্থনৈতিক দৈন্যদশাও ছিল। অবশেষে নতুন নির্বাচিত পরিচালক পর্ষদের হাত ধরে সেই দুর্দিন ও সংকট কাটিয়ে ওঠার লক্ষ্যে নতুন যাত্রা শুরু হয়েছে মোহামেডানের।
আইসিসির নিষেধাজ্ঞার খাড়ায় পড়ে গত দলবদলে ছিলেন না সাকিব। এবার সেই দলবদলে লিগ হলেও মুক্ত সাকিবকে টেনে নিয়েছে মোহামেডান। তার কাঁধে অধিনায়কত্বের গুরুদায়িত্বও অর্পিত হয়েছে। আজ (শনিবার) স্থানীয় এক হোটেলে অধিনায়ক ঘোষণা আর জার্সি উম্মোচন অনুষ্ঠানের মধ্যমণিও ছিলেন দেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার।
সাদা-কালো জার্সিধারী দলের অধিনায়ক হয়ে সাকিব মোহামেডানকে সাফল্য উপহার দিতে চান। লক্ষ্য ও পরিকল্পনার কথা জানাতে গিয়ে তিনি বলেন, ‘টার্গেট তো অবশ্যই থাকবে যেন তালিকার ওপরে থাকতে পারি।’
কিন্তু সাকিব মানছেন, লিগটা যেহেতু অনেক বড়, এখানে ম্যাচ বাই ম্যাচ যাওয়াটাই গুরুত্বপূর্ণ। সে কারণেই অধিনায়ক সাকিবের প্রথম লক্ষ্য- প্রথম ম্যাচ জয়।
তিনি বলেন, ‘টি-টোয়েন্টিতে ধারাবাহিকতাটা ধরে রাখা খুব গুরুত্বপূর্ণ। তাই আমরা যদি প্রথম ম্যাচেই ধারাবাহিকতাটা পেয়ে যাই এবং এটা ধরে রাখতে পারি তাহলে ভালো হয়।’
সাকিব যোগ করেন, ‘এখানে বড় দল ছোট দল খুব একটা পার্থক্য রাখে না। দিনে যে ভালো খেলবে, সেই জিতবে। সেই জায়গা থেকে ধারাবাহিকতা পাওয়া খুব গুরুত্বপূর্ণ। চেষ্টা থাকবে আমরা যেন প্রথম ম্যাচেই ধারাবাহিকতা পেয়ে যাই এবং সেটা ধরে রাখতে পারি।’
মাঝে মোহামেডান একদমই সাফল্য পায়নি। সেটাকে হতাশার মন্তব্য করে সাকিব বলেন, ‘অবশ্যই মোহামেডানের মতো ক্লাবের জন্য সেটা হতাশাজনক ব্যাপার।’
তার প্রত্যাশা, নতুন কমিটির হাত ধরে মোহামেডান আবারও হারানো ঐতিহ্য ফিরে পাবে এবং সাফল্যের মুখ দেখবে। শুধু ক্রিকেট নয়, মোহামেডানের ফুটবল দলেরও সাফল্য কামনা করছেন সাকিব।
মোহামেডানের প্রথম ম্যাচটির দিকে তাকিয়ে আছেন অগণিত সমর্থক। সেটা সাকিবও ভালো করেই জানেন। তাই জয়ের মানসিকতা নিয়েই দলকে এগিয়ে নিতে চান তিনি।
সাকিবের ভাষায়, ‘আমি নিশ্চিত আমি না শুধু, ক্লাবের যত সমর্থক আছে, কর্মকর্তারা আছে; তারা সবাই ওই ম্যাচটি নিয়ে আগ্রহে আছে। কিন্তু ক্রিকেটারদের কাছে গুরুত্বপূর্ণ হলো প্রতি ম্যাচে ২টি করে পয়েন্ট। সেটা আমি আবাহনীর সাথে খেলছি নাকি পারটেক্সের সাথে, বিষয় নয়। আমাদের টার্গেট হলো ২টি পয়েন্ট। আমরা এই মানসিকতাটা সবসময় রাখতে চাই।’
জাতীয় দলে নিয়মিতই পজিশন বদল হচ্ছে। তিন নম্বরে খেলে ওয়ানডে বিশ্বকাপ মাতিয়েছিলেন। মাঝে তরুণদের সুযোগ দিতে নিচে নেমে যান। আবারও তিন নম্বর পজিশনে ফিরেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। মোহামেডানের হয়ে তিনি কত নম্বরে ব্যাট করবেন?
সাকিবের সোজাসাপ্টা জবাব, ‘আসলে দলের জন্য যেটা ভালো হয়, সেখানেই খেলব আমি। দলের জন্য তিন-চার-পাঁচ-ছয় বা শেষদিকে ব্যাটিং পেলেও আমার কোনো সমস্যা নেই।’
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- জ্বালানি তেলে সুখবর: মে মাসে কমলো ডিজেল ও পেট্রোলের দাম
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- আজ থেকে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? বিশ্ববাজারের পরবর্তী পদক্ষেপ
- ২ ধরনের শরিক নিলে কোরবানি কবুল হবে না!
- আজকে দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- গুজবের ফাঁদে শেয়ারবাজার: জুয়াড়ি চক্রের নতুন কৌশল
- বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- আরব আমিরাতে ২০২৫ ঈদুল আজহার ছুটি ঘোষণা
- গুজব না সত্যি: মারা গেলেন হাসনাত আবদুল্লাহ
- শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হার, সিরিজ হেরে ফিরল বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (১ মে ২০২৫)
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (৩ মে ২০২৫)