ভারত-অস্ট্রেলিয়ার কৌশল কাজে লাগাতে চান বাংলাদেশের অধিনায়ক তামিম

তবে লড়াইয়ে থাকা অন্য ওপেনারদেরও পর্যাপ্ত সুযোগ দেওয়া হবে, এটিই নিশ্চিত করলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট হাতে দুই ম্যাচেই ব্যর্থ লিটন দাস। প্রথম ম্যাচে তামিমের সঙ্গীই হতে পারেননি। মাঠে নেমেই শূন্য রানে ফেরেন সাজঘরে। পরের ম্যাচে ২৫ করে ফেরেন।
গত ৮ ইনিংস ধরে টানা ব্যর্থ হয়েছেন ডানহাতি ওপেনার লিটন। এই সময়ে রান সংগ্রহ করেছেন মাত্র ১০১। ব্যর্থতার এই দীর্ঘ বৃত্ত থেকে বের হতে না পারায় অবশেষে শেষ ওয়ানডেতে বাদ পড়লেন তিনি। তার বদলে দলে সুযোগ পেলেন মোহাম্মদ নাঈম শেখ। এমন ব্যর্থতার পরও লিটনের পাশে দাঁড়িয়েছেন অধিনায়ক তামিম ইকবাল। ওয়ানডে দলের ওপেনার হিসেবে লিটনই তার ব্যক্তিগত পছন্দ। কিন্তু পরবর্তী ম্যাচগুলোতে লিটনকে হয়ত ওপেনিংয়ে দেখা যাবে না তামিমের সঙ্গে।
শুক্রবার ম্যাচ শেষে সে বিষয়টি ইঙ্গিত দিলেন তামিম।ম্যাচ শেষে ওপেনিংয়ে সঙ্গী হিসেবে কাকে পছন্দ এমন প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘ওয়ানডে দলের ওপেনার হিসেবে লিটনই পছন্দ আমার। কারণ আমি চাইব আমার সঙ্গে যেন একজন ডানহাতি ওপেনার থাকে। তাহলে এটা দলের জন্য ভালো। তাহলে আমাদের জন্য ভালো সমন্বয় হয়।’
তামিমের এমন যুক্তি অবশ্য অকাট্য। ক্রিকেটে ডানহাতি-বাঁহাতি সমন্বয় প্রতিপক্ষ দলের বোলিং আক্রমণে ঝামেলায় পড়ে। রান নিলেই ফিল্ডিং পরিবর্তন করতে হয় বারংবার। এমন পরিস্থিতিতে সিঙ্গেলস রান নিতে সুবিধা হয়।
এমন বুদ্ধি বেশ ভালোই কাজে লাগাতে দেখা গেছে ভারত-অস্ট্রেলিয়ার মতো দলকে। বাঁহাতি শিখর ধাওয়ান ও ডানহাতি রোহিত শর্মার ওপেনিং জুটি ভারতকে অনেক সাফল্য এনে দিয়েছে। অস্ট্রেলিয়ায় ডেভিড ওয়ার্নারও অ্যারন ফিঞ্চ জুটিও সফল।
তামিম সেই বুদ্ধিটিই কাজে লাগাতে চান। তবে শ্রীলংকার বিপক্ষে দেখা গেল ওপেনার লিটনকেই বদলে ফেলেছেন টিম ম্যানেজমেন্ট। বেশ কয়েক ইনিংস ধরেই ব্যর্থ লিটন। তাই জায়গায় দেখা গেল সেই বাঁহাতি মোহাম্মদ নাঈম শেখকে।
সে কথাও স্পষ্ট করলেন তামিম। বললেন, ‘কিন্তু আমি যেটা চাই সেটাই হতে হবে, তা নয়। যদি কেউ পারফর্ম করে, সৌম্য বা নাঈম, তাহলে নাঈম ভালো সুযোগ পাবে, এটা আমি বলতে পারি। আমার মনে হয় লিটন যথেষ্ট সুযোগ পেয়েছে।
সে মনে হয় ৮-৯টা ম্যাচ খেলেছে। সে তার সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারেনি। তবে এটাই ওর জন্য শেষ নয়। আমরা জানি সে কতটা ভালো খেলোয়াড়।
যখন একটা ক্রিকেটার ৭-৮ ম্যাচে ব্যর্থ হয়, তখন আমাদের মনে হয়েছে আরেকজনকে সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে নাঈমের কথা এসে যায়। সম্প্রতি প্রস্তুতি ম্যাচে এবং নেটে নাঈম খুব ভালো ব্যাটিং করেছে। দূর্ভাগ্যবশত সে আজ (শুক্রবার) ক্লিক করতে পারেনি। আমি আশা করি, এটাই তার সবচেয়ে বাজে পারফরম্যান্স হোক। আশা করি সে আরও সুযোগ পাবে।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আজ বাংলাদেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য তালিকা
- জ্বালানি তেলে সুখবর: মে মাসে কমলো ডিজেল ও পেট্রোলের দাম
- ৯ দিনে সোনার দাম কমলো ২৯০ ডলার
- আজ থেকে নতুন দামে বিক্রি হবে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপা
- স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে? বিশ্ববাজারের পরবর্তী পদক্ষেপ
- ২ ধরনের শরিক নিলে কোরবানি কবুল হবে না!
- আজকে দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- ৪১ কোম্পানির ইপিএস প্রকাশ: লাভবান ও ক্ষতিগ্রস্ত কোম্পানির তালিকা
- গুজবের ফাঁদে শেয়ারবাজার: জুয়াড়ি চক্রের নতুন কৌশল
- বিনিয়োগকারীদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা
- আরব আমিরাতে ২০২৫ ঈদুল আজহার ছুটি ঘোষণা
- গুজব না সত্যি: মারা গেলেন হাসনাত আবদুল্লাহ
- শ্রীলঙ্কার কাছে ২৭ রানে হার, সিরিজ হেরে ফিরল বাংলাদেশ
- আজকের সৌদি রিয়াল রেট (১ মে ২০২৫)
- নতুন আইনের ইঙ্গিত, শেয়ারবাজারে গতি ফেরাতে ১০ বড় সিদ্ধান্ত