ঢাকা, বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২

বাংলাদেশের কন্ডিশনকে হেয় করলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ আগস্ট ২৪ ০৯:২৮:২৬
বাংলাদেশের কন্ডিশনকে হেয় করলেন নিউজিল্যান্ড অলরাউন্ডার

সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ জিতেছে ৪-১ ব্যবধানে। যেখানে ব্যাটসম্যানদের চেয়ে প্রভাব বেশি ছিলো বোলারদেরই। মিরপুরের স্লো উইকেটে গোটা অজি দলকে ঘায়েল করার পর এবার পালা নিউজিল্যান্ডের।

আগামী ১ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ ম্যাচের এই সিরিজেও মিরপুরের উইকেট কথা বলতে পারে স্পিনারদের পক্ষে এমন আন্দাজ করা গেছে আগেই। তবে সেই সুযোগটা নিউজিল্যান্ড দল কতটা নিতে পারবে সেটাও যেন এক বড় প্রশ্ন।

এদিকে ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র বাংলাদেশ সফরে এসেছিলেন ২০১৬ সালে অনুর্ধ্ব-১৯ দলের হয়ে। ফলে তার কাছে বাংলাদেশের বাংলাদেশের কন্ডিশন কিছুটা হলেও চেনা।

টাইগারদের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজের আগে এই অলরাউন্ডার মন্তব্য করেছেন বাংলাদেশের কন্ডিশন টি-২০ ফরম্যাটের জন্য আদর্শ নয়। তবে এই কন্ডিশনে মানিয়ে নেয়ার জন্যও মুখিয়ে আছেন তিনি।

রাচিন রবীন্দ্র বলেন, ‘’বিশেষ করে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দেখে মনে হয়েছে এটি স্বাভাবিক টি-টোয়েন্টির কন্ডিশনের জন্য নয়, একদম বিপরীত। এখানে সম্ভবত ১৩০-১৪০ রান হয়। এটি ভিন্ন একটি পরিকল্পনা হবে। কিন্তু সেখানে মানিয়ে নেয়া এবং শেখাটা রোমাঞ্চকর হবে।‘’

নিউজিল্যান্ডের উইকেটের সাথে বাংলাদেশের উইকেটের বিস্তর ফারাক রয়েছে সেটা চোখে পড়ার মত। বিশেষ করে গোটা উপমহাদেশের উইকেট স্পিনবান্ধব থাকলেও এর বাইরে ইংল্যান্ড কিংবা নিউজিল্যান্ডের মত কন্ডিশনে দেখা যায় পেস বান্ধব উইকেট। রবীন্দ্র জানিয়েছেন ২০১৬ সালে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা তিনি কাজে লাগাতে চান এই সিরিজে। সেই সাথে জানালেন ভিন্ন অভিজ্ঞতার কথাও।

এই অলরাউন্ডারের ভাষ্য, ”এটি অন্য রকম এক অভিজ্ঞতা ছিল। আমরা তখন সংযুক্ত আরব আমিরাতে ছিলাম এবং কন্ডিশন আমাদের প্রত্যাশার চেয়ে একেবারে ভিন্ন ছিল। সেখান টার্নিং এবং মন্থর উইকেট ছিল। সত্যি বলতে আমরা কখনই এমন উইকেটের মুখোমুখি হইনি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ