ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

মাহমুদউল্লাহর মতে একটি কারনে ম্যাচ হেরেছে টাইগাররা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৫ ২৩:২৩:৩৩
মাহমুদউল্লাহর মতে একটি কারনে ম্যাচ হেরেছে টাইগাররা

ম্যাচ শেষে অধিনায়ককেই খুঁজতে হল পরাজয়ের কারণ। পুরস্কার বিতরণী পর্বে আনুষ্ঠানিক আলাপচারিতায় রিয়াদ দায়ভার চাপিয়েছেন ব্যাটিং অর্ডারের ওপরই।

বিশেষ করে মিডল অর্ডারে অভিজ্ঞরা জ্বলে উঠতে না পারায় ব্যাটিং ইউনিটের যে অসহায়ত্ব ফুটে উঠেছে, রিয়াদ তা-ই দাঁড় করিয়েছেন হারের কারণ হিসেবে।

উইকেট ও কন্ডিশন বিবেচনায় ১২৯ রানের লক্ষ্য তাড়া করার সামর্থ্য বাংলাদেশের ছিল জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, তাড়া করার মতই ছিল।

বোলাররা ভালো করেছিল। আমরা ভালো শুরু করেছিলাম। কিন্তু শুরুর ছন্দটা ধরে রাখতে পারিনি। আশা করি ভালোভাবে প্রত্যাবর্তন করব।’

রিয়াদ অবশ্য নেতিবাচক দিক নিয়ে খুব বেশি না ভেবে ইতিবাচক বিষয়েরই ওপর আলোকপাত করতে চান। তবে ভালোভাবে ঘুরে দাঁড়াতে শুধরাতে হবে ভুলত্রুটিও।

তার ভাষায়, ‘আমার মনে হয় মিডল অর্ডার ভালোই করছে। গত ম্যাচে টপ অর্ডার ভালো করেছিল। আজও ভালো শুরু করেছিল। আজ মিডল অর্ডারে পার্টনারশিপ হয়নি। আমাদের ইতিবাচক দিকগুলো খুঁজে বের করতে হবে এবং ঘাটতি নিয়ে কাজ করতে হবে।’

সিরিজে এখনও ২-১ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ, তাই নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি জয়ের স্বপ্নও মিলিয়ে যায়নি মোটেও।

রিয়াদ বলেন, ‘এখনও আমরা এগিয়ে আছি। আরও দুটি ম্যাচ বাকি আছে। পরের ম্যাচ জিতে সিরিজ জয়ের চেষ্টা করব।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ