ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

চমক দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৬:৩২:৩৩
চমক দিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করলো ইংল্যান্ড

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াডেও ফেরেননি বেন স্টোকস। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগেই তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন। অনির্দিষ্টকালের জন্য নেওয়া সেই বিরতির ফলে ভারত সিরিজ, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পরে বিশ্বকাপের ইংল্যান্ড স্কোয়াডেও নেই তিনি। তবে ১০ অক্টোবর পর্যন্ত স্কোয়াড পরিবর্তনের সুযোগ আছে। তাই স্টোকসের ফেরার আশা করাও যেতে পারে।

চমক হিসেবে ইংল্যান্ড দলে জায়গা পেয়েছেন পেসার টাইমাল মিলস। ২০১৭ সালের ফেব্রুয়ারি সর্বশেষ খেলেছিলেন তিনি। ভাইটালিটি ব্লাস্টে দারুণ খেলে আবারও জাতীয় দলে জায়গা করে নিলেন। এছাড়াও দলে আছেন ডেভিড উইলি, ক্রিস জর্ডান ও মার্ক উডের মতো পেসাররা।

সংরক্ষিত তালিকায় আছেন তিন জন- টম কারান, লিয়াম ডওসন ও জেমস ভিঞ্চ।

ইংল্যান্ড বিশ্বকাপ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), জস বাটলার, মঈন আলি, জনি বেয়ারস্টো, ডেভিড মালান, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, স্যাম বিলিংস, স্যাম কারান, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস ও মার্ক উড।

স্ট্যান্ডবাই : টম কারান, লিয়াম ডওসন, জেমস ভিঞ্চ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ