ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাকিব-মোস্তাফিজকে বিশ্রামে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৬:৪৯:২৯
সাকিব-মোস্তাফিজকে বিশ্রামে দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ টি-২০ ম্যাচের জন্য একাদশ ঘোষণা করলো বিসিবি

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্ভরযোগ্য একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে শেষ টি-টোয়েন্টিতে একাধিক পরিবর্তনের খবরটি জানিয়েছে। সাকিব আল হাসানের আঙুলের পুরনো ব্যাথা মাথাচাড়া দিয়েছে। সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ার কারণে সাকিবকে তাই খেলাতে চায় না বাংলাদেশ।

পেস ডিপার্টমেন্টেও আসছে পরিবর্তন। টানা খেলার মধ্যে থাকা মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দিতে চায় টিম ম্যানেজমেন্ট। সাকিবের বদলে সৌম্য সরকার এবং মোস্তাফিজের বদলে তরুণ পেসার শরিফুল ইসলামকে খেলানো হবে। অপর পেসার সাইফউদ্দিনকে বিশ্রাম দিয়ে তাসকিন আহমেদকে খেলানোর একটা চিন্তাও করছে টিম ম্যানেজমেন্ট।

উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম চার ম্যাচের তিনটি জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জেতা বাংলাদেশ হেরেছিল তৃতীয় ম্যাচ। তবে চতুর্থ ম্যাচ জিতে কিউইদের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ দল।

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়ার পর বাংলাদেশের এটা টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সিরিজের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে কোনো জয় ছিল না বাংলাদেশের। সেই আক্ষেপ ঘুচিয়ে সিরিজও জিতল টাইগাররা।

৫ম ম্যাচের জন্য বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড :

মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), কাজী নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদী হাসান, শরিফুল ইসলাম, তাসিকিন ও নাসুম আহমেদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ