ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

MD Zamirul Islam

Senior Reporter

ডিসি ইউনাইটেড-ইন্টার মায়ামি: বল দখলে এগিয়ে থেকেও জয় পেল না মেসিরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৫ আগস্ট ২৪ ০৭:৩৬:২২
ডিসি ইউনাইটেড-ইন্টার মায়ামি: বল দখলে এগিয়ে থেকেও জয় পেল না মেসিরা

নিজস্ব প্রতিবেদক: বহুল আলোচিত ডিসি ইউনাইটেড বনাম ইন্টার মায়ামির মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। খেলার শুরুতেই জ্যাকসন হপকিন্সের গোলে ডিসি ইউনাইটেড এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে বালতাসার রদ্রিগেজের গোলে সমতায় ফেরে ইন্টার মায়ামি।

এদিন ম্যাচের মাত্র ১৩ মিনিটের মাথায় গোল করে ডিসি ইউনাইটেডকে লিড এনে দেন জ্যাকসন হপকিন্স। প্রথমার্ধে এই এক গোলের লিড ধরে রেখেই বিরতিতে যায় ডিসি ইউনাইটেড। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইন্টার মায়ামি এবং ৬৪ মিনিটের মাথায় বালতাসার রদ্রিগেজের গোলে সমতায় ফেরে দলটি। এরপর আর কোনো দলই গোল করতে না পারায় ১-১ গোলের সমতাতেই শেষ হয় ম্যাচটি।

পুরো ম্যাচে বল দখলের লড়াইয়ে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে ইন্টার মায়ামি। ৭২ শতাংশ বল নিজেদের পায়ে রেখেছিল তারা, যেখানে ডিসি ইউনাইটেডের বল দখলের হার ছিল মাত্র ২৮ শতাংশ। পাসের পরিসংখ্যানেও যোজন যোজন এগিয়ে ছিল মায়ামি। যেখানে ডিসি ইউনাইটেড মাত্র ২৬৪টি পাস খেলেছে এবং যার সফলতার হার ছিল ৬৯ শতাংশ, সেখানে মায়ামি ৬৯ শতাংশ সফলতার সাথে ৬৫৪টি পাস খেলেছে।

গোলের জন্য শট নেওয়ার ক্ষেত্রেও এগিয়ে ছিল মায়ামি। তারা মোট ১৪টি শট নেয়, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে, ডিসি ইউনাইটেড ১১টি শট নিলেও মাত্র ২টি লক্ষ্যে রাখতে সক্ষম হয়।

ম্যাচে ফাউলের সংখ্যাও কম ছিল না। ইন্টার মায়ামি ১৪টি এবং ডিসি ইউনাইটেড ১২টি ফাউল করে। রেফারিকে ডিসি ইউনাইটেডের ২ জন এবং ইন্টার মায়ামির ১ জন খেলোয়াড়কে হলুদ কার্ড দেখাতে হয়েছে। তবে কোনো দলই লাল কার্ড দেখেনি। কর্নার পাওয়ার ক্ষেত্রেও ইন্টার মায়ামি (৮) ডিসি ইউনাইটেডের (৫) চেয়ে এগিয়ে ছিল। অফসাইডের পরিসংখ্যানেও মায়ামি (২) ডিসি ইউনাইটেডের (১) চেয়ে এগিয়ে ছিল।

পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করেও জয় নিয়ে মাঠ ছাড়তে না পারায় কিছুটা হতাশ হতেই পারে ইন্টার মায়ামি। অন্যদিকে, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে মূল্যবান এক পয়েন্ট পাওয়ায় স্বস্তিতে থাকবে ডিসি ইউনাইটেড।

জামিরুল ইসলাম/

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ