ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

শীর্ষে মেসি, একনজরে দেখেনিন সর্বোচ্চ বেতন প্রাপ্ত দশ ফুটবলারের তালিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৭:১২:১৫
শীর্ষে মেসি, একনজরে দেখেনিন সর্বোচ্চ বেতন প্রাপ্ত দশ ফুটবলারের তালিকা

সেই বাণিজ্যের বড় একটা অংশই আবার হয়ে থাকে ক্লাব ফুটবল থেকে। জাতীয় দলে ভালো করার সুবাদে বড় ক্লাবগুলো গাঁটের পয়সা খরচ করে তাদের নিয়ে নেয় নিজ ক্লাবে। ফলে ফুটবলারদেরও আয় হয়ে থাকে মোটা অঙ্কের।

এদিকে সম্প্রতি ইংল্যান্ডের সাপ্তাহিক সাময়িকী রেডিও টাইমস তাদের এক প্রতিবেদনে বর্তমানে ফুটবল বিশ্বে শীর্ষ সাপ্তাহিক পারিশ্রমিক পাওয়া দশ জন ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। যেখানে রয়েছেন লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোর মত তারকারাও।

১০। লেভেন্ডভস্কি (ম্যানচেস্টার ইউনাইটেড)

৩২ বছর বয়সী পোলিশ তারকা লেভেন্ডভস্কি বর্তমানে খেলছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে। রেডিও টাইমসের মতে এই তারকা ফুটবলারের এক সপ্তাহে আয় হচ্ছে সাড়ে তিন লক্ষ ইউরো বা ৩,৫৪,০৬,৪০৫.১৬ টাকা। তাকে দলে রাখতে ক্লাবটিও জলের মত পয়সা খরচ করে যাচ্ছে।

৯। ডেভিড ডি গিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)

ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা গোলরক্ষক ডিভিড ডি গিয়া বিশ্বের অন্যতম দামি গোলরক্ষক। চলতি মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা এই গোলরক্ষকের জন্য ম্যান ইউয়ের প্রতি সপ্তাহে ব্যয় করতে হচ্ছে ৩,৭৫,০০০ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩,৭৯,৩৫,৪৩৪.১০ টাকা।

৮। কেভিন ডি ব্রুন (ম্যানচেস্টার সিটি)

ম্যানচেস্টার সিটির হয়ে খেলা বেলজিয়ান তারকা ডি ব্রুন প্রিমিয়ার লিগে খেলবেন না এমন গুঞ্জন শোনা যাচ্ছিলো। তবে নতুন করে ২০২৫ সাল পর্যন্ত ক্লাবটি তার সাথে নতুন করে চুক্তি নবায়ন করেছে। যেখানে প্রতি সপ্তাহে তার আয় বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮৫ হাজার ইউরো বা ৩,৮৯,৪৭,০৪৫.৬৮ টাকা।

৭। কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেইন্ট জার্মেইন)

২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে ৪ গোল করে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো কিলিয়ান এমবাপ্পেকে পিএসজি কিনে নিয়েছিলো মোটা অঙ্কের টাকা দিয়ে। সাম্প্রতিক সময়ে তার দলবদলের গুঞ্জন উঠলেও শেষ পর্যন্ত এই ক্লাবেই থেকে গেছেন তিনি। প্রতি সপ্তাহে তার আয় ৪,১০,০০০ ইউরো বা ৪১৪৭৬০৭৪.৬২ টাকা।

৬। ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)

পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো চলতি মৌসুমেই ছেড়ে এসেছেন জুভেন্তাস। এই ক্লাবটি ছেড়ে তিনি পুনরায় যোগ দিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। আয়ের দিক থেকে শীর্ষ পাচে জায়গা না পেলেও সপ্তাহ প্রতি প্রায় ৪,৮০,০০০ ইউরো বা ৪,৫৩,২০,১৯৮.৬০ টাকা। রেডিও টাইমসের করা প্রতিবেদনে জুভেন্তাসে তার আয়ের দিক থেকে ছিলেন দ্বিতীয় নম্বরে।

৫। গ্রেথ বেল (টটেনহাম)

সম্প্রতি খুব একটা ভালো সময় পার করছেন না গ্রেথ বেল। ফলে রিয়াল মাদ্রিদ তাকে ঋণে পাঠিয়েছে টটেনহামে খেলার জন্য। যে কারণে এখন সপ্তাহ প্রতি ৫,০০,০০০ ইউরো বা ৫,০৫,৮০,৫৭৮.৮০ টাকা।

৪। আতোয়ান গ্রিজম্যান (বার্সেলোনা)

ফরাসি তারকা গ্রিজম্যান বার্সেলোনার জার্সিতে খেলে যাচ্ছেন দীর্ঘ সময় ধরে। মেসি চলে গেলেও এখনও ক্লাবের সাথেই রয়েছেন তিনি। এই তারকার বর্তমানে প্রতি সপ্তাহে আয় হচ্ছে ৫,৭৫,০০০ ইউরো বা ৫,৮১,৬৭,৬৬৫.৬২ টাকা

৩। লুইস সুয়ারেজ (অ্যাতলেটিকো মাদ্রিদ)

বার্সেলোনা ছেড়ে আসার পর অ্যাতলেটিকো মাদ্রিদের হয়ে প্রথম মৌসুমেই শিরোপা জয়ে বড় অবদান রেখেছেন সুয়ারেজ। ৩ বছর বয়সী এই ফুটবলারের বর্তমানে প্রতি সপ্তাহে আয় ৫,৭৫,০০০ ইউরো বা ৫,৮১,৬৭,৬৬৫.৬২ টাকা।

২। নেইমার জুনিয়র (প্যারিস সেইন্ট জার্মেইন)

ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র ২০১৭ সালে ২০০ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে বার্সেলোনা ছেড়ে যোগ দিয়েছিলেন পিএসজিতে। যেখানে নেইমারের পেছনে বোনাস ছাড়াই প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ করছে ক্লাবটি। বর্তমানে প্রতি সপ্তাহে নেইমারের আয় ৬,০৬,০০০ ইউরো বা ৬,১৩,০৩,৬৬১.৫১ টাকা।

১। লিওনেল মেসি (প্যারিস সেইন্ট জার্মেইন)

চলতি মৌসুমে পিএসজিতে যোগ দেয়া লিওনেল মেসি এখন সর্বোচ্চ আয়ের ফুটবলার। দীর্ঘ ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে মোটা পারিশ্রমিকের বিনিময়েই বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন এই ফুটবল জাদুকর। প্রতি সপ্তাহে তার আয় ৯,৬০,০০০ ইউরো বা ৯,৭১,১৪,৭১১.৩০ টাকা

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ