ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আফগানিস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ১৮:১০:২৬
আফগানিস্তান সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি

তালেবানদের ক্ষমতা দখলে কাবুল থেকে বিমান চলাচল বন্ধ হয়ে পড়ে। ফলে সড়ক পথে পাকিস্তান পৌঁছে সেখান থেকে বাংলাদেশে আসতে হয়েছে আফগানিস্তান যুব দলকে। দেরিটা হয়েছে সেই কারণেই।

আসন্ন সিরিজে পাঁচটি ওয়ানডে ও একটি চার দিনের ম্যাচ খেলবে দুই দল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে আগামীকাল থেকে। সিরিজের পরবর্তী ম্যাচগুলো যথাক্রমে- ১২, ১৪, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। একমাত্র চার দিনের ম্যাচটি শুরু হবে ২২ সেপ্টেম্বর।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: মোফিজুল ইসলাম রবিন, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, মেহেরব হাসান (অধিনায়ক), খালিদ হাসান, আইস মোল্লা, আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মুসফিক হাসান, রিপন মন্ডল, আশিকুজ্জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আশরাফুল ইসলাম সিয়াম, শামসুল ইসলাম ইপন ও গোলাম কিবরিয়া।

স্ট্যান্ড বাই: আরিফ আহমেদ আনিক, শাহরিয়ার আল মাহিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ