ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

সাকিবের রহস্যময় ফেসবুক পোস্ট, তোলপাড় নেট দুনিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ০৯ ২২:৪০:৪৫
সাকিবের রহস্যময় ফেসবুক পোস্ট, তোলপাড় নেট দুনিয়া

এরইমধ্যে জানা গেল, পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে খেলবেন না সাকিব। ৪র্থ ম্যাচে হাতের আঙুলের পুরোনো ব্যাথায় ফের চোট পেয়েছেন তিনি।

সেই চোটের কারণে এই ম্যাচটিতে খেলবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।

এমন খবরে যখন দুশ্চিন্তায় পড়েছে সাকিবভক্তরা, তখন নিজের ফেসবুক পেজে রহস্যময় এক পোস্ট দিলেন সাকিব।

যা নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ক্রিকেটপ্রেমীদের মাঝে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেছেন সাকিব। যেখানে দেখা গেছে, সাদা কেটস জুতা পরা দুই পায়ের ছবি। আলপনা খচিত সাদা রঙের টাইলসের ওপর দাঁড়িয়ে কেউ।

মানুষটি যে সাকিব নিজেই তা পোস্টের ক্যাপশনে স্পষ্ট করেছেন সাকিব। লিখেছেন, বুঝতে পারছি না, আমার জুতা বেশি সুন্দর নাকি ফ্লোর? আপনাদের কি মনে হয়?

ছবির তলায় জবাব পোস্ট করছেন সাকিবের ভক্ত-অনুরাগীরা। কেউ বলছেন ফ্লোর, কেউ বলছেন জুতা।

অনেকে দুটোই একই রঙের জানিয়ে বলেছেন, দুটোই সুন্দর।

তবে অনেকে উল্টো সাকিবকে প্রশ্ন ছুড়েছেন- জুতা বা টাইলসের বিজ্ঞাপন দিচ্ছেন নাকি?

রিজভি রাজ নামে একজন লিখেছেন, জুতাগুলো সুন্দর কিন্তু জুতার রঙ আর টাইলসের রঙ একই লাগছে। কোনটাই সুন্দর লাগছে না বস!

আপেল মাহমুদ লিখেছেন, সাকিব ভাই যেহেতু জুতা পড়েছেন তাই জুতাই বেশি সুন্দর ✌️

শাখাওয়াত মিশু লিখেছেন, দুটোই ভালো লাগছে। তবে এ দুটো তুলনার রহস্য কি? সেটা জানা দরকার।

মজার ছলে মারুফ ইসলাম ইফতি নামে একজন লিখেছেন, গত সপ্তাহে মসজিদ থেকে আমার এইরকম এক জোড়া জুতা চুরি হয়ে গিয়েছিল সাকিব ভাই.... ? নিজেরগুলো সাবধানে রাখবেন।

ফারজানা লিখেছেন, বিজ্ঞাপনটা জুতার নাকি টাইলসের- কিছুদিন পর জানা যাবে ?

এভাবে পোস্টের ৩ ঘণ্টার মধ্যেই জমা পড়েছে ১৭ হাজার কমেন্ট। এক লাখ ২২ হাজার রিয়েক্ট জমা পড়েছে ইতোমধ্যে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ