ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

গেইল, ব্রাভো, রাসেলদের নিয়ে চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ১১:৩৭:৪৪
গেইল, ব্রাভো, রাসেলদের নিয়ে চমক দিয়ে শক্তিশালী দল ঘোষণা করলো ওয়েস্ট ইন্ডিজ

ক্ষুদ্র সংস্করণের বিশ্বকাপ আসরে ওয়েস্ট ইন্ডিজের প্রতি সবার বাড়তি নজর থাকে কারণ তাদের হার্ড হিটার ব্যাটসম্যানদের খেলায় আসল টি-২০ মেজাজ ফুটে ওঠে। সেটাই এবারও হয়েছে। চার ছক্কার পসরা সাজানোর মতো তারকা খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে ক্যারিবীয় ক্রিকেট বোর্ড।

যথারীতি বিশ্বকাপের স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ওপেনার ক্রিস গেইলকে। দলে রয়েছেন ডোয়াইন ব্রাভো, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, নিকোলাস পুরনের মতো বিপজ্জনক ব্যাটসম্যান।

১৫ সদস্যের মূল দলে জায়গা না হলেও দলের সঙ্গে আরব আমিরাতে যাবেন জেসন হোল্ডার, ড্যারেন ব্রাভো, শেল্ডন কটরেল, আকিল হোসেইন। আগামী ২৩ অক্টোবর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। সুপার ১২ এ ইংল্যান্ডের পাশাপাশি প্রতিপক্ষ হিসেবে রয়েছে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া।

এক নজরে ওয়েস্ট ইন্ডিজ দলঃ

কাইরন পোলার্ড-(অধিনায়ক), নিকোলাস পুরান-(সহ অধিনায়ক), ফাবিয়ান অ্যালেন, ডোয়াইন ব্রাভো, রোস্টন চেজ, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাকয়, রবি রামপাল, ওশান থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র, লেন্ডল সিমন্স।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ