ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঝারী রানের টাগের্ট দিলো বাংলাদেশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ১৩:০৫:১০
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঝারী রানের টাগের্ট দিলো বাংলাদেশ

ব্যাট করতে নেমে খুব একটা ভালো শুরু করতে পারে নি বাংলাদেশের যুবারা। সিলেটের মাঠে ব্যাট করতে নেমে দলের যখন রান মাত্র ১১ তখন প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার মফিজুল বিদায়ের আগে ১৯ বলে করেন মাত্র ৫ রান।

৩ নাম্বারে নামা আরিফুল রানের খাতা খোলার আগেই মাত্র ৫ বলে খেলে বিদায় নেন। এরপর আইচ মোল্লা ও প্রান্তিক মিলে এগিয়ে নিতে থাকে বাংলাদেশ কে।

দুই জনের ৫৮ রানের জুটি এরপর ট্র‍্যাকে ফেরায় বাংলাদেশ কে। আইচ মোল্লা কে ২২ রানে বিদায় করলে শেষ পর্যন্ত ভেঙে যায় এই জুটি।

৩ চারের মাধ্যমে ৭৭ বলে ৪২ করা নাবিল করে তুলে নিলে পুরোপুরি ব্যাকফুটে চলে যায় স্বাগতিক যুবারা। কারন অন্যদিকে মিডল অর্ডারে এখন পর্যন্ত প্রত্যাশা অনুযায়ী খেলতে পারে নি। ১১ বলে মাত্র ৭ রান করে বিদায় নেয় তাজিবুল ইসলাম।

শেষ পর্যন্ত আর কারও ব্যাটে খুব বেশি রান না এলে বাংলাদেশ দল গুটিয়ে যায় ৪০ ওভারেরও কম ব্যাটিং করে মাত্র ১৫৪ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান নাবিলের ব্যাটে।

আজকের ম্যাচে দুই দলের একাদশ –

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ প্রান্তিক নওরোজ নাবিল, মফিজুল ইসলাম, আরিফুল ইসলাম, আইচ মোল্লা, মেহেরাব, তাজিবুল ইসলাম, রিপন মন্ডল, নাইমুর রহমান, শামসুল ইসলাম, আশিকুজ্জামান, গোলাম কিবরিয়া।

আফগানিস্তান অনূর্ধ-১৯ দলঃ বিলাল সামি, ইজাজ আহমেদজাই, মুহাম্মদউল্লাহ নাজিব, শহিদ হাসান, ইয়ামা আরব, ইশাক জাজাই, সুলিমান আরবাজি, সুলিমান শাফি, ইজাজ আহমেদ, ইজারুল হক নাভিদ, নাঙাইয়ালা খারুতি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ