ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

জোড়া আঘাত শরিফুলের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২১ সেপ্টেম্বর ১০ ১৬:৩৮:০৪
জোড়া আঘাত শরিফুলের

এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৬.০ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রান।

শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

ওপেনিং আসেন ফিন অ্যালেন ও রাচিন রবীন্দ্র। জয়ের প্রত্যয় শুরু করেন দুই ওপেনার। কোন উইকেট না হারিয়েই তুলে নেন দলীয় অর্ধশত। তবে এরপর আর বেশিদূর আগাতে পারেনি কিউই ওপেনিং জুটি। শরফুলের বলে উড়িয়ে মারেন রাচিন রবীন্দ্র। ছুটে গিয়ে বলটি লুফে নেন মুশফিকুর রহিম। ১৭ রানে ফেরেন এ ওপেনার।

একই ওভারে ফিন অ্যালেনকে এলবি করেন এ পেসার। আম্পায় আউটও দিয়ে দেন। তবে রিভিউ নিয়ে এ যাত্রা বেঁচে যান কিউই ব্যাটসম্যান। তবে শরিফুলও কম যান না। পরের বলে বোল্ড করে অ্যালেনকে ঘরে ফেরান শরিফুল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ